ক্ষমা চাইবেন না কমল
নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না, আদালতকে স্পষ্ট জানিয়ে দিলেন কমল হাসন। এর জেরে দেশের বাকি জায়গায় মুক্তি পেলেও কর্নাটকে তাঁর ছবি ‘ঠগ লাইফ’ মুক্তি পাচ্ছে না।
কন্নড় ভাষাকে অপমান করার প্রসঙ্গে কর্নাটকের উচ্চ আদালত সরাসরি ক্ষমাপ্রার্থনা করতে বলে অভিনেতাকে। ‘তামিল থেকেই কন্নড় ভাষার উৎপত্তি’— কমলের এই মন্তব্যের জেরেই তীব্র বিতর্ক তৈরি হয়। আদালতে সাম্প্রতিক শুনানির পরে কমলের আইনজীবী জানান, অভিনেতা ওই মন্তব্য কাউকে অপমান করার উদ্দেশ্যে করেননি। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। তাতে কর্নাটকে ছবি মুক্তি না পেলেও ক্ষতি নেই। আদালত এ-ও জানায়, ১৯৫০ সালে এই একই মন্তব্য করে দেশের তৎকালীন গভর্নর সি রাজাগোপালাচারী পর্যন্ত ক্ষমা চেয়েছিলেন। আদালত কমলের অনমনীয় মনোভাবের সমালোচনা করলেও অভিনেতা নিজের বক্তব্যে অনড়। তামিলনাড়ু সরকারকে তিনি পাশে থাকার জন্য ধন্যবাদও জানিয়েছেন। তবে এই বিতর্কের ফলে পিছিয়ে গিয়েছে তাঁর রাজ্যসভায় মনোনয়ন পেশ করার দিন। আগামীকাল মনোনয়ন পেশ করার কথা কমলের। আদালতের পরবর্তী শুনানি আগামী ১০ জুন।