শহরের নতুন প্রেমগাথা
একটা শহর, তাকে কেন্দ্র করে তৈরি হওয়া কিছু স্বপ্ন, প্রেম, আকাঙ্ক্ষা, বিচ্ছেদ... অনুরাগ বসু তাঁর ‘লাইফ ইন আ মেট্রো’ ছবির নির্যাস বজায় রাখলেন সিকুয়েলেও। বুধবার মুক্তি পেয়েছে ‘মেট্রো... ইন দিনো’র ট্রেলার। দু’টি ছবির মধ্যে ১৮ বছরের ব্যবধান। কিন্তু আবেগ সেই একই। আগের ছবির গল্পের সঙ্গে এটির মিল নেই। কিন্তু কাহিনির চলন যে একই ধাঁচের, তা ট্রেলার থেকে আন্দাজ করে নেওয়া যায়।
একাধিক প্রেমকাহিনি সমান্তরালে চলতে থাকে। প্রত্যেকটিতেই আলাদা আলাদা ক্রাইসিস। পঙ্কজ ত্রিপাঠী-কঙ্কণা সেনশর্মা একসঙ্গে জুটি বেঁধেছেন প্রথম বার। অন্য দিকে আদিত্য রায় কপূর ও সারা আলি খান রয়েছেন এ যুগের কমিটমেন্টফোবিক প্রেমিক-প্রেমিকার চরিত্রে। আলি ফজ়ল এবং ফতিমা সানা শেখ, প্রেম-দাম্পত্যের ভারসাম্য নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগা এক জুটি। আগের ছবিতে নাফিসা আলি এবং ধর্মেন্দ্রর কাহিনির মতো করেই এখানে এসেছেন নীনা গুপ্ত এবং অনুপম খের। ছবিতে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, দর্শনা বণিকও।
‘লাইফ ইন আ মেট্রো’র চালিকাশক্তি ছিল সেটির গান। আগের ছবির মতোই প্রীতম ও তাঁর টিমকে দেখা যাবে সুরের জোয়ারে কাহিনিকে এগিয়ে দিতে। জুলাই মাসের গোড়ায় ছবিটি মুক্তি পাবে।