শেষ চারে দুরন্ত সিনার, অঘটন বোয়াসঁর
নিজস্ব প্রতিবেদন
৪ জুন: দুরন্ত ছন্দে থাকা ইয়ানিক সিনারের ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠতে লাগল মাত্র এক ঘণ্টা ৪৮ মিনিট। এক দ্বিতীয় সেট ছাড়া ইটালীয় তারকার বিরুদ্ধে আলেকজান্ডার বুবলিক কার্যত আত্মসমর্পণ করলেন। প্রথম সেটে তিনি মাত্র নিজের একটা সার্ভিস ধরে রাখলেন। নির্ণায়ক সেটে তো কোনও গেমই পেলেন না। অপ্রতিরোধ্য সিনারের পক্ষে খেলার ফল ৬-১, ৭-৫ ও ৬-০।
বিশ্বের এক নম্বর সিনার গ্র্যান্ড স্ল্যামে তাঁর শেষ ১৯টি ম্যাচই জিতলেন। অবিশ্বাস্য যে যাত্রায় তিনি জিতেছেন যুক্তরাষ্ট্র ওপেন ও অস্ট্রেলীয় ওপেনের ট্রফি। সিনারই একমাত্র ইটালীয় পুরুষ খেলোয়াড় যিনি ছ’বার গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে উঠলেন!
গতবার কার্লোস আলকারাসের কাছে সেমিফাইনালে পরাজিত সিনার এ বার শেষ চারে খেলবেন নোভাক জোকোভিচ-আলেকজান্ডার জ়েরেভ দ্বৈরথে বিজয়ীর বিরুদ্ধে। নোভাকের বিরুদ্ধে সিনারের মুখোমুখি সাক্ষাতের ফল ৪-৪। তবে জ়েরেভের বিরুদ্ধে তিনি সাত বারের সাক্ষাতে জিতেছেন তিন বার। হেরেছেন চার বার। সিনার বলেছেন, ‘‘কার বিরুদ্ধে খেলব তা নিয়ে ভাবছিই না। ভাবছি ফাইনালে উঠব। আর সেটা করতে আমায় সেরা খেলাটাই খেলতে হবে।’’
ফরাসি ওপেনে এ বার কিন্তু আরও একজন ইটালীয় খেলবেন। তিনি লোরেঞ্জো মুসেত্তি। বুধবার তিনি কোয়ার্টার ফাইনালে হারান ফ্রান্সেস টিয়াফোকে। যে খেলা শেষ হয় চার সেটে। সেখানে সিনার জিতলেন স্ট্রেট সেটে। মোট পাঁচটি ‘এস’ সার্ভিস মেরে এবং মাত্র একবার ডাবল ফল্ট করে। এ দিন তাঁর প্রথম সার্ভিসের মতোই তীক্ষ্ণ ছিল দ্বিতীয় সার্ভ। যেখানে তিনি ৭১ শতাংশ ক্ষেত্রেই পয়েন্ট তুলেছেন।
প্যারিসে দিনের সবচেয়ে বড় অঘটনটা ঘটিয়েছেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নামা ফরাসি লোইস বোয়াসঁ। যিনি মেয়েদের কোয়ার্টার ফাইনালে ষষ্ঠ বাছাই মিরা আন্দ্রিভাকে হারিয়ে চমকে দিয়েছেন তিনি। খেলার ফল ৭-৬, ৬-৩। ফরাসি তরুণী যে পরিমাণ সমর্থন পেয়েছেন তা বলার নয়। ‘বোয়াসঁ’’ ‘বোয়াসঁ’ চিৎকারের জন্যই মনে হয়েছে প্রবল অস্বস্তিতে থাকা রুশ কিশোরী বারবার ভুল শট মেরে পয়েন্ট উপহার দিয়েছেন বিপক্ষকে।
বোয়াসঁর মাত্র ২২ বছর বয়স। এ বারই প্রথম গ্র্যান্ড স্লামে খেলছেন। এবং অভিষেকেই সেমিফাইনালে উঠে স্পর্শ করলেন মনিকা সেলেস ও জেনিফার ক্যাপ্রিয়াতির নজির। তাঁরাও অভিষেক গ্র্যান্ড স্লামেই শেষ চারে উঠে চমকে দিয়েছিলেন। ১৯৯৯ সালে আর এক ফরাসি অ্যামেলিয়া মৌরিসমো সেমিফাইনালে উঠেছিলেন। তাঁর পরে বোয়াসঁ এই কৃতিত্ব অর্জন করা প্রথম সর্বকনিষ্ঠ ফরাসি মেয়ে। যিনি এ দিন প্রথম সেটে টাইব্রেকে জেতেন। দ্বিতীয় সেটে আন্দ্রিভা ৩-০ এগিয়ে থাকলেও সেখানেই তাঁকে থামিয়ে সেট ও ম্যাচ জিতে নেন ফরাসি মেয়ে। এ দিন আন্দ্রিভা সহজ ফোরহ্যান্ড রিটার্নে একবার পয়েন্ট নষ্ট করে হতাশায় দর্শকাসনের দিকে বল মারেন। তার জন্য তাঁকে সতর্কও করা হয়। আর তিন সেট লড়ে শেষ চারে জেতেন কোকো গফ। ম্যাডিসন কিজ়ের বিরুদ্ধে। ফল ৬-৭, ৪-৬, ৬-১।
দুরন্ত: ফরাসি ওপেনে শেষ আটে স্ট্রেট সেটে জেতার পথে সিনার। (ডান দিকে) ষষ্ঠ বাছাইকে হারিয়ে অঘটন লোইস বোয়াসঁ-এর। রয়টার্স