হংকং ম্যাচের আগে হারের ধাক্কা সুনীলদের
নিজস্ব সংবাদদাতা
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে আগামী মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে তাইল্যান্ডের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে ০-২ গোলে হারলেন সুনীল ছেত্রীরা।
এমনিতেই ফিফা ক্রমতালিকায় ভারত রয়েছে ১২৭তম স্থানে। সেখানে তাইল্যান্ডের স্থান ৯৯। ভারতের গত কয়েক মাসের পারফরম্যান্সের গ্রাফ দেখে অতি বড় সমর্থকও জয়ের আশা রাখেননি। না, সুনীল ছেত্রীরা তাঁদের ভুল প্রমাণ করেননি। কলকাতায় প্রস্তুতি শিবির, পরে তাইল্যান্ডে এসে চার দিনের প্রস্তুতি সারলেও সেই বোঝাপড়াই চোখে
পড়ল না। ম্যাচের সিংহভাগ সময় জুড়ে ছন্নছাড়া ফুটবল খেলল ভারত। রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণ দেখে অন্তত হংকংয়ের বিরুদ্ধে ভারতকে নিয়ে ন্যূনতম আশার আলোও দেখা যাচ্ছে না।
প্রস্তুতিতে কোচ মানোলো মার্কেস জোর দিয়েছিলেন আক্রমণের ধার বাড়ানোয়। তা শুধু কথার কথা হয়েই রয়ে গেল। সারা ম্যাচে একাধিক সহজ সুযোগ নষ্ট করলেন সুনীলরা। প্রথমার্ধে লিস্টন কোলাসো গোলরক্ষক সারানন আনুইনকে একা পেয়েও তাঁর গায়ে শট মারলেন। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমে লালিয়ানজ়ুয়ালা
ছাংতে গোলে সহজ বল রাখতেই পারলেন না। যে দু’টি সুযোগ নষ্ট অন্তত ঘরোয়া লিগের ম্যাচেও খুব একটা চোখে পড়ে না।
প্রথম থেকেই প্রেসিং ফুটবল শুরু করে তাইল্যান্ড। ৮ মিনিটের মাথায় কোরাউইচ তাসার পাস থেকে দুরপাল্লার শটে গোল করেন বেঞ্জামিন ডেভিস। ঝাঁপিয়ে পড়েও সেই বল আটকাতে পারেননি গোলরক্ষক বিশাল। গোল খাওয়ার পরে আস্তে আস্তে আক্রমণে
ফিরতে থাকে ভারত। ২৪ মিনিটের মাথায় প্রথম বিপক্ষের গোল লক্ষ্য করে শট নেয় ভারত। লিস্টনের ক্রস থেকে সুনীল দারুণ হেড দিলেও গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন। তবে প্রান্তিক আক্রমণের সবটাই হচ্ছিল লিস্টন কেন্দ্রিক। ডান দিকে মনবীর সিংহ একেবারেই নিষ্প্রভ। তাইল্যান্ডের বক্সে বল গেলেও ফিনিশিংয়ের অভাবে গোলের খাতা শূন্যই থাকল। দ্বিতীয়ার্ধে ভারতের হার নিশ্চিত হয় পোরামেত আর্জভিয়াইয়ের গোলে।
ভারত: বিশাল কেথ, আশিস রাই, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্ঘন, অভিষেক সিংহ, আপুইয়া, আয়ুষ ছেত্রী (নিখিল প্রভু), লিস্টন কোলাসো, মনবীর সিংহ (লালিয়ানজ়ুয়ালা ছাংতে), সুনীল ছেত্রী (সুহেল বাট), আশিক কুরুনিয়ন।
ব্যর্থ: তাইল্যান্ডের রক্ষণে আটকে গেলেন সুনীল। এআইএফএফ