পাঁচ টেস্টেই সৌরভ দেখতে চান বুমরাকে
নিজস্ব সংবাদদাতা
শেষ আইপিএলের মরসুম। এ বারে লাল বলে ইংল্যান্ডের মাটিতে অগ্নিপরীক্ষা দিতে নামবে ভারত। একঝাঁক তরুণ তুর্কি নিয়ে ইংল্যান্ডের প্রতিকূল পরিবেশে নামবেন নতুন অধিনায়ক শুভমন গিল। তরুণদের ভাল ফল নিয়ে আশাবাদী প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন যশপ্রীত বুমরা পাঁচটি টেস্টে খেলতে পারলে ভারতকে নিয়ে স্বপ্ন দেখাই যেতে পারে।
ইডেনে চলছে সিএবি-র প্রথম ডিভিশন লিগের ফাইনাল। সেই ম্যাচ চলাকালীন ইডেনে দাঁড়িয়ে সৌরভ বললেন, “আমি তরুণ ভারতকে নিয়ে আশাবাদী। মনে রাখতে হবে যখন ভারত ২০২০-’২১ সালে বর্ডার গাওস্কর ট্রফিতে মেলবোর্ন এবং ব্রিসবেনে জিতেছিল তখন কিন্তু রোহিত, বিরাটরা ছিল না। তাই আমি গিলদের উপরে আশা রাখছি।”
অতিরিক্ত ধকল নিতে না পারার কারণে বুমরা যে প্রত্যেকটি টেস্টে খেলবেন না তা আগেই জানিয়েছেন। তবুও সৌরভ চাইছেন, অন্তত দলের স্বার্থে বুমরা যেন পাঁচটি টেস্টেই খেলে। তাঁর কথায়, “বুমরা যদি পাঁচটি টেস্টে পুরো সুস্থ হয়ে খেলতে পারে, তবে বলব আকর্ষণীয় সিরিজ় হতে চলেছে।”
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন করুণ নায়ার। ২০৪ রানে অপরাজিত ইনিংসের সৌজন্যে তাঁকে কি বিরাট কোহলির চার নম্বর জায়গায় দেখা যেতে পারে? সরাসরি মন্তব্য করলেন না সৌরভ। তাঁর কথায়, “করুণ কোথায় খেলবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অধিনায়ক।”
আঠারো বছরের ট্রফি খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৮ সাল থেকে খেললেও বিরাট কোহলির ভাগ্যে ট্রফি এসেছে ২০২৫ সালে। সৌরভ নিজেও বিরাটের প্রশংসা করলেন। তাঁর কথায়, “পুরো মরসুম জুড়েই বিরাট ভাল খেলেছে। আঠারোটা বছর দীর্ঘ সময়। ওঁর হাতে ট্রফি দেখে আমি খুব খুশি।”
এ দিকে লিগের ফাইনালে তৃতীয় দিন খেলা হয়েছিল মাত্র ৪৬ ওভার। মাঠের খেলাকে ছাপিয়ে শিরোনামে ছিল প্রহসন। সারা দিনে খেলা হয়েছিল মাত্র ৪৬ ওভার। তবে চতুর্থ দিনে রাত ৯টা পর্যন্ত খেলা হওয়ার কথা থাকলেও ম্যাচ শেষ হয় রাত সাড়ে আটটায়। ভবানীপুর প্রথম ইনিংসে ৬৪৩-৬ স্কোরে ডিক্লেয়ার করে দেয়। বিবেক সিংহ ১৭৬ রানে অপরাজিত থাকেন। জবাবে ইস্টবেঙ্গলের স্কোর ১৪৭-৪। সাত্যকি দত্ত সর্বোচ্চ
৫৩ রান করেন।
আস্থা: ইংল্যান্ডে গিলদের উপরই পুরো আস্থা সৌরভের। ফাইল চিত্র