‘কোয়াড’-এ সন্ত্রাস প্রসঙ্গ তুলবে দিল্লি
নয়াদিল্লি, ৪ জুন: দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ-রাজনীতির প্রেক্ষাপটে জুলাই মাসে বসতে চলেছে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার চতুর্দেশীয় অক্ষ— ‘কোয়াড’-এর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক।
সম্প্রতি বিদেশসচিব বিক্রম মিস্রী ওয়াশিংটন সফর শেষে ফিরলেন। তাঁর সফরে বিষয়টি নিয়ে কথা এগিয়েছে বলে খবর। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আন্তঃসীমান্ত সন্ত্রাসের বিষয়টি আসন্ন বৈঠকে তুলতে চলেছেন। কূটনৈতিক শিবিরের মতে, বিষয়টি সরাসরি ‘কোয়াড’ কর্মসূচির সঙ্গে যুক্ত না হলেও ভারত একে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বৃহত্তর ছবির সঙ্গে জুড়তে চাইছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়েও আলোচনা হবে।
বিদেশমন্ত্রী পর্যায়ের ‘কোয়াড’ বৈঠকের আরও একটি দায়িত্ব, বছরের শেষে ভারতের অনুষ্ঠিতব্য কোয়াড শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচি তৈরি করা। ভারত সমুদ্রপথে নিরাপত্তা ও বিপর্যয় মোকাবিলার মতো বিষয়গুলিও কোয়াডের আলোচনায় অন্তর্ভুক্ত করতে চাইছে বলে খবর। তাৎপর্যপূর্ণ ভাবে এই চতুর্দেশীয় অক্ষের বৈঠক এমন সময়ে হতে চলেছে যখন মায়ানমারের কিছু দ্বীপাঞ্চল নিয়ে আরাকান সেনা এবং জুন্টা সরকারকে সামনে রেখে যুযুধান চিন এবং আমেরিকা। বাংলাদেশ ও মায়ানমারের কিছু দ্বীপ দখল করে তেল উত্তোলনের অধিকার তথা নিজেদের কৌশলগত ঘাঁটি বানাতে আগ্রহী এই দুই শক্তি। তবে বিষয়টি ভারতের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। ফলে কোথাকার জল কোথায় গড়ায়, সে দিকেও নজর রাখছে নয়াদিল্লি। নিজস্ব সংবাদদাতা