মুক্তিযোদ্ধাই
}} মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের সদস্যরা ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে বিবেচিত হবেন। মুজিবনগর সরকার গঠনে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁরা হবেন ‘মুক্তিযুদ্ধের সহযোগী’। মঙ্গলবার রাতে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রক অধ্যাদেশটি জারি করে। তা ঘিরে প্রথম বিভ্রান্তি তৈরি হয়, বহু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ-সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হয়েছে। বুধবার মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজ়ম বলেন, “শেখ মুজিবুর রহমান ও চার নেতাকে অবশ্যই মুক্তিযোদ্ধার তালিকায় রাখা হয়েছে। তাঁরা তো থাকবেনই। তাঁদের কেন বাদ দেওয়া হবে? মুক্তিযুদ্ধটা তো পরিচালনা করেছেনই তাঁরা।” আজ়ম জানান, মুজিবনগর সরকারে যাঁরা ছিলেন, তাঁরাও মুক্তিযোদ্ধা। যাঁরা সশস্ত্র ভাবে মুক্তিযুদ্ধ করেছেন, যাঁরা পরিচালনা করেছেন, তাঁরা মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের আধিকারিক, কর্মচারীরা হবেন ‘সহযোগী মুক্তিযোদ্ধা’।
শশীরা ওয়াশিংটনে
}} ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করার লক্ষ্যে ওয়াশিংটন ডিসি-তে এলেন শশী তারুরের নেতৃত্বাধীন সর্বদলীয় সাংসদ-দলের প্রতিনিধিরা। আমেরিকান কংগ্রেসের সদস্য, বিভিন্ন চিন্তাশীল সংস্থা এবং সাংবাদিকদের সঙ্গে এ বার আলোচনায় বসবেন তাঁরা। রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রার সঙ্গেও তাঁদের বৈঠক হয়েছে। সন্ত্রাসবাদ
মোকাবিলায় ভারত-পাকিস্তানের দুই গুপ্তচর সংস্থাকে হাত মেলানোর ডাক দিলেন পিপিপি
চেয়ারম্যান বিলাবল ভুট্টো জ়ারদারি। তিনিও এখন আমেরিকা গিয়েছেন পাকিস্তানের পক্ষে সমর্থন টানার লক্ষ্যে।