ক্ষুধার্ত গাজ়ায়
মৃত্যু থামছে না
গাজ়া সিটি, ৪ জুন: খিদেয় ছটফট করছে গোটা গাজ়া ভূখণ্ড। এক দিকে নানা কৌশলে গাজ়াবাসীদের জন্য
খাবার পৌঁছনোর সব রাস্তা বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল সরকার। সেই সঙ্গে আকাশ পথে হামলাও অব্যাহত রেখেছে ইজ়রায়েলের সামরিক বাহিনী। আজ প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজ়ার নানা প্রান্তে ইজ়রায়েলি হামলায় অন্তত ৯৫ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। বেশির ভাগ হামলাই হয়েছে হয় স্কুলের আশ্রয় শিবির বা অস্থায়ী তাঁবুতে। আহতের সংখ্যা কমপক্ষে সাড়ে চারশো। গাজ়া ভূখণ্ড জুড়ে স্বাস্থ্য পরিষেবা ধুঁকছে। বন্ধ হয়ে গিয়েছে বহু হাসপাতাল। ফলে নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
‘গাজ়া হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ বা জিএইচএফ যে সব ত্রাণ শিবির চালায় সেগুলি সব ক’টি বন্ধ ছিল আজ। মূলত আমেরিকার অর্থে এই শিবিরগুলি চলে। কিন্তু আজ গাজ়াবাসীদের ত্রাণ শিবিরের পথ মাড়াতে বারণ করে রেখেছিল ইজ়রায়েলি সামরিক বাহিনী। সংস্কারের কাজের জন্য শিবিরগুলি বন্ধ রাখার কথা বলা হয়েছে। ইজ়রায়েলি বাহিনী আজ হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রেখেছিল, ত্রাণ শিবিরের দিকে এক পা এগোলে তার ফল ভাল হবে না। ফলে প্রাণভয়ে সে পথে আজ হাঁটেননি গাজ়ার বাসিন্দারা। রাষ্ট্রপুঞ্জ এবং বিভিন্ন দেশে চাপে গাজ়ায় অল্প পরিমাণ ত্রাণের ট্রাক ঢুকতে দিতে একপ্রকার বাধ্য হয়েছিল বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। কিন্তু যেখান থেকে খাবার বা অন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে, সেই শিবিরগুলিকেও এ বার নিশানা করতে চাইছে তারা। একটা গোটা দিনের জন্য ত্রাণ শিবির বন্ধ রাখার অর্থই হল গাজ়ার অধিকাংশ বাসিন্দাকেই আজ খালি পেটে থাকতে হচ্ছে।
গাজ়ায় ত্রাণ জোগানোর ব্যবস্থা করা আর গোটা ভূখণ্ডে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা করতে আজই বৈঠকে বসার কথা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলির। তবে যে প্রস্তাবই দেওয়া হোক না কেন, ইজ়রায়েলের বন্ধু দেশ আমেরিকা তাতে ভেটো দেবে বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের।সংবাদ সংস্থা