জল-জঞ্জাল সাফাইয়ে হেল্পলাইন নম্বর দমদমে
নিজস্ব সংবাদদাতা
ওয়ার্ডভিত্তিক নিয়মিত আবর্জনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। তার পরেও আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। আবার, জল জমে থাকলেও সময়ে পদক্ষেপ না করার অভিযোগ উঠছে। ফলে মশার বংশবৃদ্ধির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। ডেঙ্গি রোধে এমন সমস্যা নিয়ন্ত্রণে আনতে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে
দমদম পুরসভা।
দমদম পুরসভা সূত্রের খবর,
ডেঙ্গি নিয়ন্ত্রণে আবাসিকদের নিয়ে বৈঠক হচ্ছে। একটি ওয়টস্যাপ গ্রুপও করা হয়েছে। যেখানে একটি হেল্পলাইন নম্বর দিয়েছে পুরসভা। সেই নম্বরে যোগাযোগ করে কোথাও আবর্জনা জমে রয়েছে কিংবা
জল জমে রয়েছে কিনা, সেই বিষয়ে জানালে
দ্রুত পুরকর্মীরা সেখানে পৌঁছে
উপযুক্ত পদক্ষেপ করবেন। সেই কারণে দমদম পুরসভার ২২টি
ওয়ার্ডভিত্তিক ৪-৫ জনকে নিয়ে একটি দল তৈরি করা হয়েছে। আবর্জনা কিংবা জল জমে থাকার
খবর নাগরিকের থেকে পেলেই
সেই দলের কাছে খবর পৌঁছবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
দমদমের বাসিন্দাদের কথায়, ওয়ার্ড ভিত্তিক বাড়ি বাড়ি ঘুরে নিয়মিত আবর্জনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। কিন্তু যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতাও দূর হচ্ছে না। আবার
ছোট জায়গায় জল জমে থাকলেও
তা সময়ে পরিষ্কার করা হচ্ছে না।
ফলে বর্ষার সময়ে সে সব ক্ষেত্রে
মশার বংশবৃদ্ধির আশঙ্কা থাকছে।
দমদম পুরসভা সূত্রের খবর, আগামী দিনে কয়েকটি মোবাইল
কম্প্যাক্টর কেনার বিষয়ে ভাবনাচিন্তা করছেন পুর কর্তৃপক্ষ। দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিংহ জানান, ডেঙ্গি নিয়ন্ত্রণে আবর্জনা
এবং জল জমতে না দেওয়াই
লক্ষ্য। সেই সূত্রেই বাসিন্দাদের
যুক্ত করে ডেঙ্গি নিয়ন্ত্রণের
পরিকল্পনা করা হচ্ছে। আবর্জনা কিংবা জল
জমে থাকলে বাসিন্দারা খবর
দিলেই দ্রুত সে সব সরিয়ে ফেলা হবে।