টেস্ট অবসরে রেগে যান বাবা, ফাঁস রোহিতের
নিজস্ব প্রতিবেদন
৬ জুন: রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত মানতে পারেননি বাবা গুরনাথ শর্মা। চেতেশ্বর পুজারার স্ত্রী, পূজা পুজারার বই উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে এই কথা জানালেন রোহিত।
তিনি বলেছেন, ‘‘আমার বাবা আমাকে সব চেয়ে বেশি লাল বলের ক্রিকেট খেলতে দেখেছেন। ফলে লাল বলের ক্রিকেটের প্রতি তাঁর অন্য রকম টান। আমি যে দিন টেস্ট থেকে অবসর নিই, আমার বাবা প্রচণ্ড হতাশ ছিলেন। আবার খুশিও হয়েছিলেন যে, এত বছর ভারতের হয়ে টেস্ট খেলেছি। আমার বাবা এ রকমই।’’
রোহিত আরও বলেছেন, ‘‘আমি আজ যত দূর পৌঁছতে পেরেছি তার জন্য বাবার অবদান ভোলার নয়। ূবাবা-মার সাহায্য ছাড়া আমি এত দূর এগোতেই পারতাম না।’’
রোহিত এমনও জানিয়েছেন এক দিনের ক্রিকেটে ২৬৪ রানের ইনিংস খেলার পরেও তাঁর বাবা উচ্ছ্বাস প্রকাশ করেননি।
রোহিত বলেছেন, ‘‘শুরু থেকেই টেস্ট ক্রিকেটের ভক্ত আমার বাবা। সাদা বলের ক্রিকেট খুব একটা পছন্দ করেন না। এখনও মনে আছে, যে দিন ওয়ান ডে ক্রিকেটে আমি ২৬৪ রান করি, সে দিন বাবা শুধু বলেছিল ‘ভাল খেলেছ’। ব্যস। আর কোনও উচ্ছ্বাসই দেখাননি। আমিও তাই অল্পে সন্তুষ্ট হতে পারি না। সব সময় উন্নতি করার খিদে আমার মধ্যে বাবাই তৈরি করে দিয়েছেন।’’
গত মাসের গোড়ার দিকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত সমাজমাধ্যমে ঘোষণা করেন রোহিত। যা দেখার পরে তাঁর অনেক ভক্তই অবাক হয়ে গিয়েছিলেন।