নতুন রানির অপেক্ষা আজ ফরাসি ওপেনে
নিজস্ব প্রতিবেদন
৬ জুন: শনিবার প্যারিসে এক নতুন ফরাসি ওপেন চ্যাম্পিয়নের অপেক্ষায় টেনিস বিশ্ব। ট্রফি জয়ের চূড়ান্ত দ্বৈরথে মুখোমুখি আরিনা সাবালেঙ্কা বনাম কোকো গফ। অর্থাৎ ১ ও ২ নম্বর বাছাইয়ের দ্বৈরথ।
১০ বারের মুখোমুখি লড়াইয়ে দু’জনই পাঁচ বার করে জিতেছেন। এর আগে তিন বছর এই ট্রফি জিতেছিলেন প্রাক্তন বিশ্বসেরা ইগা শিয়নটেক। তাঁকে সেমিফাইনালে তিন সেটের লড়াইয়ে হারান সাবালেঙ্কা। তার মধ্যে শেষ সেটে তিনি দাঁড়াতেই দেননি ইগাকে। সেই সেট জেতেন ৬-০ ফলে।
বেলারুসের তারকা সাবালেঙ্কা এ বারের ফরাসি ওপেনে ট্যুরের সফলতম খেলোয়াড় হিসেবে নেমেছেন। ইগাকে হারানোর পরে তিনি চলতি মরসুমে ট্যুর পর্যায়ে ৪০টি মূলপর্বের ম্যাচ জিতলেন। এ বছরে তিনি ইতিমধ্যেই তিনটি ট্রফি জিতেছেন এবং তিনটি প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন।
আমেরিকার তারকা কোকোও দারুণ ছন্দে আছেন। চলতি মরসুমে ফরাসি ওপেনে নামার আগে তিনি মাদ্রিদ এবং ইটালি দুই প্রতিযোগিতাতেই ফাইনালে উঠেছিলেন। তাই সাবালেঙ্কার জন্য ফাইনালে জেতাটা সহজ হবে না, সেটা বলাই যায়।
তবে ফাইনালে জয় বা হার যাই হোক না কেন সাবালেঙ্কা বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসবেন। কোকো সেখানে উঠে আসতে পারেন বিশ্বের পাঁচ নম্বর থেকে দু’নম্বরে।
ফাইনালে নামার আগে সাবালেঙ্কা বলেছেন, ‘‘সারা জীবন বলে এসেছি, ক্লে-কোর্ট আমার প্রিয় নয়। আগে যখন নামতাম বেশি আত্মবিশ্বাসও থাকত না। জানি না কত বছর লেগে গেল আমার খেলাটা উন্নত করতে।’’ যোগ করেছেন, ‘‘তবে এখন আমি ক্লে-কোর্টে খেলতে খুব স্বচ্ছন্দ বোধ করি। উপভোগই করি খেলতে বলা যায়। যদি এই ট্রফি এ বার জিততে পারি, তার চেয়ে আনন্দের আর কিছু নেই।’’
কোকো ২০২২ সালেও প্যারিসে ফাইনালে উঠেছিলেন। হেরেছিলেন ইগার কাছে। তিনি বলেছেন, ‘‘ফরাসি ওপেনে আমার প্রথম ফাইনালে খুব চাপে ছিলাম। ম্যাচ হওয়ার আগেই ফল কী হতে পারে ভেবে নিয়েছিলাম। তবে এখন আমি অনেক আত্মবিশ্বাসী। একটা গ্র্যান্ড স্ল্যাম জিতেছি তার পরে (২০২৩ যুক্তরাষ্ট্র ওপেন)। ফাইনালে নিজের সেরাটা উজাড় করে দেব। ফল যাই হোক না কেন, যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করব।’’
যুযুধান: কোকো না সাবালেঙ্কা, কে শেষ হাসি হাসবেন? ফাইল চিত্র