ইংল্যান্ডে প্রথম ম্যাচেই শতরান রাহুলের
নিজস্ব প্রতিবেদন
৬ জুন: ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচেই শতরান করলেন কে এল রাহুল। শুক্রবার ইংল্যান্ড লায়নসের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের প্রথম দিন ওপেনও করেন তিনি। রাহুলের শতরান আসে ১৫১ বলে। নর্দাম্পটন কাউন্টি দলের মাঠে তিনি নিজের ইনিংস সাজান ১৩টি বাউন্ডারি ও একটি ছক্কায়। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩১৯-৭।
রাহুলের শতরান নিশ্চিত ভাবেই শুভমন গিল, গৌতম গম্ভীরদের স্বস্তি দেবে। রাহুল ছাড়াও সাতটি চারের সাহায্যে অর্ধশতরান (৫২) করেন ধ্রুব জুরেল। ফের ব্যর্থ হয়েছেন অভিমন্যু ঈশ্বরন। মাত্র ১১ রানে ক্রিস ওকসের বলে বোল্ড হন বাংলার ব্যাটসম্যান। যে পিচে ভারতীয় ‘এ’ দল এই বেসরকারি টেস্ট খেলছে, তা একেবারে সবুজ। রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ভারতকে ভাল কিছু করতে গেলে ব্যাটিংয়ের দিক থেকে নিশ্চিত ভাবে রাহুলের উপরে অনেকটা নির্ভর করতে হবে। এমনিতে ইংল্যান্ডের পরিবেশে তাঁর খেলার অভিজ্ঞতাও আছে। আর গতবার যখন ভারত ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে এসেছিল, তখন রাহুল ওপেনিংয়ে নেমে ৩১৫ রান করেছিলেন।
গিলদের জন্য আর একটি স্বস্তির খবর, ইংল্যান্ডের পেস বোলার মার্ক উড খেলবেন না ভারতের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্ট। এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের নির্বাচক লিউক রাইট। এক সাক্ষাৎকারে রাইট বলেছেন, ‘‘উড ধীরে ধীরে বল করতে শুরু করেছে। তবে মাঠে ফিরতে আরও কয়েক দিন সময় লাগবে।’’