ছিটকে গেলেন জোকোভিচ, ফাইনালে সিনার-আলকারাস
নিজস্ব প্রতিবেদন
৬ জুন: ফরাসি ওপেনের তাজ রক্ষা করার থেকে আর এক ধাপ দূরে কার্লোস আলকারাস। শুক্রবার সেমিফাইনালে পুরো ম্যাচ খেলতেও হল না স্পেনের তারকাকে। অবশ্য প্রথম সেট তিনি হেরে গিয়েছিলেন। তার পরেও ইটালির লরেঞ্জো মুসেট্টির বিরুদ্ধে ২২ বছরের তারকা জিতলেন। ফল ৪-৬, ৭-৬ (৩), ৬-০, ২-০ থাকার সময় চোটের জন্য সরে দাঁড়ান মুসেট্টি।
তবে মুসেট্টি ছিটকে গেলেও র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আর এক ইটালীয় ইয়ানিক সিনার কিন্তু হতাশ করেননি। রাতে স্ট্রেট সেটে জিতে তিনি যাত্রা শেষ করে দিলেন সার্বিয়ার নোভাক জোকোভিচের। ফল সিনারের পক্ষে ৬-৪, ৭-৫, ৭-৬ (৭-৩)। একের পর এক আনফোর্সড এররই জোকোভিচকে ছিটকে দিল। তবে যোগ্য খেলোয়াড় হিসেবেই জিতেছেন সিনার। কারণ তাঁর দ্রুতগতির সার্ভিস, কোর্টে বুদ্ধিদীপ্ত চলনের কোনও জবাবই ছিল না জোকোভিচের কাছে।
গত বারে আলকারাসের বিরুদ্ধেই হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন সিনার। ফলে এ বারের ফাইনাল তাঁর সামনে শুধু চতুর্থ বার গ্র্যান্ড স্ল্যাম জেতার হাতছানিই নয়, নিয়ে এসেছে প্রতিশোধ নেওয়ার সুযোগও।
প্রথম ম্যাচে দু’ঘণ্টা ২৫ মিনিট লড়াই করার পরে শেষ পর্যন্ত ইটালির তারকা বাধ্য হন সরে দাঁড়াতে। তৃতীয় সেটে ০-৫ থাকার সময় মুসেট্টিকে ডাকতে হয় ফিজ়িয়োকে, বাঁ-পায়ের উপরের দিকে শুশ্রুষার জন্য। তার পরেও তাঁকে কোর্টে বারবার অস্বস্তিতে মনে হচ্ছিল। শেষ পর্যন্ত তিনি আর খেলা চালিয়ে যেতে পারেননি।
আলকারাস বলেছেন, ‘‘এ ভাবে কোনও ম্যাচ জিততে কখনওই ভাল লাগে না। লরেঞ্জো দারুণ খেলোয়াড়। এ বারও ক্লে-মরসুমে দুরন্ত খেলেছে। ও সেই কয়েকজন খেলোয়াড়দের মধ্যে অন্যতম যে এ বারের ক্লে-কোর্টের সব বড় প্রতিযোগিতার অন্ততপক্ষে সেমিফাইনালে উঠেছে।’’ যোগ করেছেন, ‘‘এর আগে মনে হয় এই কৃতিত্ব চার জন দেখাতে পেরেছে। সবসময় চেয়েছি লরেঞ্জো যেন অনেক দূর যেতে পারে। প্রার্থনা করি, ও যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। আশা করি দ্রুতই ওর খেলা আবার আমরা উপভোগ করতে পারব।’’
এ দিনের ম্যাচ নিয়ে আলকারাস বলেছেন, ‘‘আজ প্রথম দুটো সেট খুব কঠিন ছিল। লরেঞ্জোর সার্ভিস ভাঙার সুযোগ ছিল আমার সামনে। কিন্তু প্রথম সেটে সেই সুযোগ বেশি নিতে পারিনি। কারণ লরেঞ্জো দারুণ খেলছিল।’’ যোগ করেছেন, ‘‘দ্বিতীয় সেট জেতার পরে কিছুটা স্বস্তি পাই। এর পরে তৃতীয় সেটে আমি জানতাম কী ভাবে খেলতে হবে। আগ্রাসনের রাস্তা বেছে নিয়েছিলাম।”
হুঙ্কার: সেমিফাইনালে দ্বিতীয় সেট জিতে আলকারাস। শুক্রবার। রয়টার্স
তৃপ্ত: জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে সিনার। রয়টার্স