জয়ী মেসিরা, ড্র আনচেলত্তির নতুন ব্রাজিলের
নিজস্ব প্রতিবেদন
৬ জুন: কার্লো আনচেলত্তির প্রশিক্ষণে প্রথম ম্যাচ খেলল ব্রাজিল। তা হলেও সেই ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়লেন পেলের দেশের ফুটবলাররা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চার নম্বরে রয়েছে তারা। অন্য দিকে ইতিমধ্যেই আমেরিকার বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা হারাল চিলিকে ১-০ গোলে। একমাত্র গোলটি করলেন ইউলিয়ান আলভারেস।
দক্ষিণ আমেরিকার গ্রুপ থেকে বিশ্বকাপে ছ’টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। প্রথম স্থানে রয়েছে গত বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে ইকুয়েডর। তাদের বিরুদ্ধেই ম্যাচ ছিল ব্রাজিলের। নতুন কোচের প্রশিক্ষণে ব্রাজিল কতটা বদলাতে পারে, সেই দিকে নজর ছিল সকলের। কিন্তু কোনও গোলই করতে পারল না ব্রাজিল।
এমনিতে আনচেলত্তি এসেই বেশ কিছু পরিবর্তন করেন দলে। প্রথমে দলে ফেরানো হয় রিচার্লিসন, ক্যাসেমিরোকে। ভিনিসিয়াস জুনিয়রকেও শুরু থেকে খেলানো হয়। তাতেও কোনও লাভ হয়নি।
ইকুয়েডরের বিরুদ্ধে ব্রাজিলকে এমনিতে বেশ রক্ষণাত্মকই দেখিয়েছে আগাগোড়া। ভিনিসিয়াস ২২ মিনিটের মাথায় ইকুয়েডরের গোল লক্ষ্য করে একটি শট নিয়েছিলেন। সেটাই গোটা ম্যাচে ব্রাজিলের সেরা সুযোগ ছিল। কিন্তু ইকুয়েডরের গোলরক্ষক গঞ্জালো ভ্যালে সেই শট আটকে দেন।
ম্যাচ শেষে ক্যাসেমিরো বলেন, “ইকুয়েডর খুব ভাল খেলছে। আমরা আস্তে আস্তে উন্নতি করব। এই ম্যাচে আমাদের রক্ষণও যথেষ্ট জমাট ছিল। খুব ভাল লাগছে দলে ফিরে। কোচ আমাকে দলে ফিরিয়ে এনেছেন।” ভিনিসিয়াস মনে করেন, আনচেলত্তি এখনও নিজের পরিকল্পনা ফাঁস করেননি। তিনি বলেন, “আমরা ঠিক তৈরি হয়ে যাব। সামনেই বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকা থেকে যোগ্যতা অর্জন করতে এই পর্বের শেষ দিকে আমাদের দারুণ কিছু করতে হবে।”
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ড্র করলেও নিজেদের ভাল ছন্দ ধরে রেখেছে আর্জেন্টিনা। চিলির বিরুদ্ধে অবশ্য নামমাত্র গোলেই জিতলেন লিয়োনেল মেসিরা। একমাত্র গোলটি করলেন আলভারেস। মার্চে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চোট পাওয়ার পরে দেশের হয়ে আর খেলতে পারেননি মেসি। এ দিন তিনি ফের দেশের জার্সিতে নামেন। দ্বিতীয়ার্ধে ৩৩ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। চিলির বিরুদ্ধে জয়ের ফলে ১৫ ম্যাচে ১১ জয়, ১ ড্র ও ৩ হারে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকল আর্জেন্টিনা। অবশ্য বিশ্বকাপের মূল পর্বে খেলা আগেই নিশ্চিত করে ফেলেছেন মেসিরা।
আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি বলেছেন, ‘‘মূলপর্বে আমরা খেলছিই। তার মানে এই নয় যে বাকি খেলাগুলিতে কোনও গা আলগা ভাব আমরা দেখাব।’’ মেসিদের কোচ যোগ করেন, ‘‘দলের খেলায় আমি পুরোপুরি খুশি এমনটা বলতে পারব না। প্রচুর সুযোগ নষ্ট করেছে ছেলেরা। এই ম্যাচ আরও বেশি গোলে আমাদের জেতার কথা।’’ মেসিকে নিয়ে স্কালোনি বলেছেন, ‘‘লিয়ো চোট সারিয়ে ফিরেছে। তাই পুরো ম্যাচ খেলানোর ঝুঁকি নিইনি। আমার বিশ্বাস দ্রুতই ও ছন্দে ফিরবে। তা ছাড়া ওর দলের সঙ্গে থাকা মানেই বাকিদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়া। এটা দিনের আলোর মতো সত্যি।’’
অন্যদিকে, বিশ্ব ফুটবলে সবচয়ে বড় ঘটনা কিন্তু প্রথম বারের মতো উজবেকিস্তানের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা। বৃহস্পতিবার রাতে তাদের সামনে লক্ষ্য ছিল সহজ। কোনও ভাবে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে হারা চলবে না। সেটাই হল। গোলশূন্য ড্র করে বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গেল উজ়বেকিস্তান। তাদের কোচ তিমুর কাপাদজ়ে বললেন, ‘‘এটা গোটা জাতির জয়।’’
পাশাপাশি, জর্ডন নেমেছিল অনেক ‘যদি কিন্তু’র হিসেব কষে। ওমানের বিরুদ্ধে তাদের জিততেই হত। একই সঙ্গে ইরাকের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়াকেও জিততে হত। দু’টি ক্ষেত্রেই ফলাফল জর্ডনের অনুকূলে। প্রথমত, ওমানকে তারা ৩-০ গোলে হারায়। দ্বিতীয়ত, দক্ষিণ কোরিয়াও ২-০ গোলে জেতে ইরাকের বিরুদ্ধে। ফলে ইতিহাস গড়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল জর্ডন। এ দিকে টানা ১১ বার বিশ্বকাপের টিকিট পেল দক্ষিণ কোরিয়াও।
নজরে: প্রথম কোনও জাতীয় দলের দায়িত্ব নেওয়া আনচেলত্তি। রয়টার্স
কিংবদন্তি: চোট সারিয়ে ফের জাতীয় দলের জার্সিতে মেসি। রয়টার্স