লিগে ভূমিপুত্র বেড়ে ছয়
নিজস্ব সংবাদদাতা
কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে বাড়ল ভূমিপুত্রের সংখ্যা। আগে প্রথম একাদশে পাঁচ জন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক করা হয়েছিল। শুক্রবার সব দলের সঙ্গে বৈঠকের পরে এই সংখ্যা ছয় করা হয়েছে।
আসন্ন মরসুমে লিগ শুরু হবে ২৫ জুন থেকে। কয়েক দিন আগে লটারি করে গ্রুপবিন্যাসও হয়ে গিয়েছে। তবে প্রথম থেকেই প্রতিটি দলে আরও বেশি করে ভূমিপুত্র খেলানোর জন্য সরব হয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি এই বিষয়ে অনুরোধ করে চিঠিও দেন বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থাকে। তাঁর সেই অনুরোধে এ বারে প্রথম একাদশে ভূমিপুত্রের সংখ্যা বাড়ানো হয়।
বৈঠকের পরে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “রাজ্যের ক্রীড়াদপ্তর থেকে চিঠি দিয়ে ভূমিপুত্রের সংখ্যা বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছিল। ফলে প্রথম একাদশে ভূমিপুত্রের সংখ্যা ন্যূনতম বাড়িয়ে পাঁচ থেকে ছয় করা হয়েছে।” জানা গিয়েছে, মাঠ সম্পূর্ণ তৈরি না হওয়ায় তিন প্রধান প্রথম কয়েকটি ম্যাচ হয়তো নিজেদের মাঠে খেলতে পারবে না।
গত বারের লিগ নিয়ে সিদ্ধান্ত এখনও আদালতে বিচারাধীন। এ বারে কি সময়ে লিগ শেষ করা যাবে? সচিবের উত্তর, “গত মরসুমে অনেক ম্যাচের সূচি একাধিক বার পরিবর্তন করতে হয়েছে। এ বারে ম্যাচের সংখ্যাও কম রাখা হয়েছে। আশা করছি, দূর্গাপুজোর আগেই লিগ শেষ হয়ে যাবে।”