দ্বিতীয় সন্তান
বাবা হতে চলেছেন টম হিডলস্টোন। আগামী ছবি ‘দ্য লাইফ অব চাক’-এর ইউকে প্রিমিয়ারে স্ত্রী জ়াওয়ি অ্যাশটনের সঙ্গে উপস্থিত ছিলেন টম। জ়াওয়ির বেবি বাম্প প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে সে খবর। তাঁদের একটি বছর তিনেকের ছেলেও আছে। অভিনেতার হাতে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, যার মুক্তি আগামী বছর।