অর্ধশতরান ঈশ্বরনের, সফল রাহুলও
নিজস্ব প্রতিবেদন
৮ জুন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগে কে এল রাহুলের ছন্দ স্বস্তি দেবে ভারতীয় দল পরিচালন সমিতিকে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে শতরান করার পরে দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন রাহুল। তবে এই ইনিংসে এখনও পর্যন্ত সর্বাধিক রান করেছেন অভিমন্যু ঈশ্বরন।
প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পরে দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না যশস্বী জয়সওয়াল। তিনি ফিরে গেলেন পাঁচ রান করে। তার পরে ভারতীয় ‘এ’ দলের ইনিংসকে টানেন রাহুল এবং অভিমন্যু। রাহুলের সংগ্রহ ৫১। বাংলার ঈশ্বরন করে গেলেন ৮০ রান। তৃতীয় দিনের শেষে ভারত ‘এ’ করেছে চার উইকেটে ১৬৩। তবে রান পাননি করুণ নায়ার। তাঁর সংগ্রহ ৬। দিনের শেষে ব্যাট করছেন ধ্রুব জুরেল এবং নীতীশ কুমার রেড্ডি।
এ দিন ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুরন্ত বোলিং করলেন খলিল আহমেদ। রবিবার চার ওভারের একটা স্পেলে চার উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড লায়ন্সকে প্রথম ইনিংসে আটকে রাখলেন ৩২৭ রানে। এর আগে ভারতীয় ‘এ’ দলের ইনিংস শেষ হয়ে গিয়েছিল ৩৪৮ রানে।
নর্দাম্পটনশায়ারে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে চার দিনের এই বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় ছিল লায়ন্স। কিন্তু তৃতীয় দিনে লায়ন্সের ইনিংসকে ধাক্কা দেন খলিল। প্রথম ১০ ওভারে কোনও উইকেট পাননি এই বাঁ-হাতি পেসার। কিন্তু পরের চার ওভারে তুলে নেন চার উইকেট। যদিও ভারতীয় টেস্ট দলে জায়গা হয়নি খলিলের।
তৃতীয় দিনের শুরুতে ম্যাচের রাশ ছিল লায়ন্সের হাতে। তাদের স্কোর ছিল তিন উইকেটে ২১৯। তার পরেই পরিবেশকে কাজে লাগিয়ে বল সুইং করাতে থাকেন খলিল। সেই সুইংয়ের সামনে ১০ রানের মধ্যে চার উইকেট উইকেট হারায় লায়ন্স।