বাগ্দান সারলেন রিঙ্কু
নিজস্ব প্রতিবেদন
৮ জুন: তারকা ভারতীয় ব্যাটসম্যান রিঙ্কু সিংহ জীবনের ক্রিকেটে নতুন ইনিংস শুরু করলেন। রবিবার লখনউয়ে একটি অনুষ্ঠানে সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগ্দান হল রিঙ্কুর। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, ক্রিকেটার এবং রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ছিলেন প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার, পীযূষ চাওলা, উত্তর প্রদেশের রঞ্জি দলের অধিনায়ক আর্য জুয়াল।
অনুষ্ঠানের দুই আকর্ষণ পাত্র-পাত্রী যখন অতিথিদের সামনে আসেন দেখা যায় দু’জনের পরনেই রয়েছে সাদা ও গোলাপি রঙের পোশাক। ফুল দিয়ে সাজানো মঞ্চে প্রবেশ করেন দু’জন। এর পরে
এক সময় প্রিয়ার হাতে রিঙ্কু আংটি পরিয়ে দেওয়ার সময় আনন্দে কেঁদে ফেলেন সাংসদ হবু স্ত্রী। সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিয়ে হেসে ওঠেন প্রিয়া। বাগদান অনুষ্ঠানের আগে রিঙ্কু পরিবার-সহ দর্শন করেন বুলন্দশহরে বিচিত্রা দেবী মন্দির।
রিঙ্কু-প্রিয়ার আংটি পরানের ছবি, ভিডিয়ো সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কেকেআর তারকাকে অভিনন্দন জানান ভক্তেরা।
জুটি: বাগ্দান অনুষ্ঠানে হবু স্ত্রী প্রিয়ার সঙ্গে রিঙ্কু। এক্স