সিরিজ় জয় ইংল্যান্ডের
নিজস্ব প্রতিবেদন
৮ জুন: দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে দিল ইংল্যান্ড। তবে ব্রিস্টলে এই ম্যাচে বড় রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ়। প্রথমে ব্যাট করে তারা তোলে ১৯৬-৬।
রান তাড়া করতে নেমে শুরুতে জেমি স্মিথকে হারায় ইংল্যান্ড। কিন্তু প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দলকে টানতে থাকেন জশ বাটলার। এ দিন তিনি করেন ৩৬ বলে ৪৭। তবে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে দেয় তাদের পরের দিকের ব্যাটসম্যানরা। ১০ বলে ২৬ করেন জেকব বেথেল। ১১ বলে অপরাজিত ৩০ করেন টম ব্যান্টন। মারেন তিনটি চার, দু’টি ছয়। ছ’উইকেট হারিয়ে ওই রান তুলে দেয় ইংল্যান্ড। ন’বল বাকি থাকতে। তিন ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচটিও জিতেছিল ইংল্যান্ড। এ দিন ম্যাচের সঙ্গে জিতে গেল সিরিজ়ও।
ওয়েস্ট ইন্ডিজ়কে বড় রানে পৌঁছে দেন শেই হোপ (৩৮ বলে ৪৯) এবং জনসন চার্লস (৩৯ বল ৪৭)। শেষ দিকে বিধ্বংসী ব্যাট করে যান জেসন হোল্ডার। তাঁর সংগ্রহ ৯ বলে ২৯। মারেন দু’টো চার, তিনটি ছয়। ইংল্যান্ড বোলারদের মধ্যে দু’উইকেট নিয়েছেন পেসার লিউক উড।