ইংল্যান্ডে আসার আগেই ডিউকস বলে অনুশীলন সুদর্শনের
টেস্টে নেই বিরাটরা, হতাশ ওক্স
নিজস্ব প্রতিবেদন
৮ জুন: শুরু হয়ে গেল ভারতের মিশন ইংল্যান্ডের প্রস্তুতি। গত কালই লন্ডনে পা রেখেছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। আর এ দিন দল নিয়ে লর্ডসে নেমে পড়লেন অধিনায়ক শুভমন গিল।
ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলেতে ২০ জুন প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে একটা দশ দিনের শিবির চলবে এবং নিজেদের মধ্যে একটা ম্যাচও খেলবেন শুভমনরা। তার পরে ঠিক হবে ভারতীয় টেস্ট দলের ব্যাটিং অর্ডার। ইংল্যান্ডে আসার আগে শুভমন বলেছিলেন, ‘‘ব্যাটিং অর্ডার আমরা এখনও ঠিক করিনি। আমি কত নম্বরে নামব, তা নিয়েও সিদ্ধান্ত হয়নি।’’ টেস্ট সিরিজ়ে শুভমন সম্ভবত ওপেন করবেন না। ওপেন করতে পারেন কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। দৌড়ে রয়েছেন সাই সুদর্শনও।
ভারতের এই সফরকে অনেকেই লাল বলের ক্রিকেটে নতুন যুগের সুচনা বলছেন। সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটার। অবসর নিয়েছেন আর. অশ্বনিও। যে কারণে আকর্ষণের কেন্দ্রে রয়েছেন অধিনায়ক শুভমন গিল এবং সহ-অধিনায়ক ঋষভ পন্থ।
বিরাট, রোহিতের না থাকা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। এই দুই কিংবদন্তি ব্যাটসম্যানের সঙ্গে ইংল্যান্ড বোলারদের লড়াই দেখা যাবে না জেনে কিছুটা হতাশ ক্রিস ওক্স। ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচ খেলছেন ওক্স। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রাথমিক দলেও আছেন তিনি। সেই ওক্স বলেছেন, ‘‘টেস্টের লড়াইটা শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে হলে বেশ ভাল লাগে। বিশেষ করে যে সিরিজ়টা হাড্ডাহাড্ডি হবে বলে সবাই ধরে নিচ্ছে।’’ যোগ করেন, ‘‘বিরাট এবং রোহিতের বিরুদ্ধে অনেক লড়াই হয়েছে আমাদের। ক্রিকেট খেলাটার পক্ষে এটা হতাশাজনক যে, এই দু’জন খেলছে না।’’
তবে ওক্স মনে করেন, ভারতীয় দলের যা গভীরতা, তাতে প্রতিভাবান ক্রিকেটারই উঠে আসবে। একটি ক্রিকেট ওয়েবসাইটে ওক্স বলেছেন, ‘‘আমি নিশ্চিত, যে সব ক্রিকেটার উঠে আসবে, তারাও প্রতিভাবান। কোথাও না কোথাও নিজের প্রতিভার ছাপ রেখেই উঠে এসেছে।’’
ইংল্যান্ড সফরে ভাল করার জন্য ভারত আর যে ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবেন, তিনি যশপ্রীত বুমরা। বুমরার ফিটনেস কী রকম থাকবে, তার উপরে অনেক কিছু নির্ভর করছে। ইংল্যান্ডে আসার আগে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্কের পডকাস্টে বুমরা বলেছিলেন, ‘‘ইংল্যান্ডের মাটিতে খেলা সব সময় বড় একটা পরীক্ষা। ডিউকস বলে বল করতে আমি সব সময় পছন্দ করি।’’
ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলা হয় ডিউকস বলে। যা নিয়ে বুমরা বলেছিলেন, ‘‘তবে বলে সব সময় বদল হয়। তাই এই মুহূর্তে বলতে পারব না, ডিউকস বল কতটা কী করছে।’’
ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ সাই সুদর্শন। ভারতের ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে সুদর্শনের দুরন্ত ব্যাটিং তাঁর জন্য জাতীয় দলের দরজা খুলে দিয়েছেন। গত দু’বছর কাউন্টিতে সারের হয়ে খেলে গিয়েছেন সুদর্শন। সেই সারের ডিরেক্টর অব ক্রিকেট, ইংল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার অ্যালেক স্টুয়ার্টের মুখে শোনা গিয়েছে সুদর্শনের প্রশংসা। ইংল্যান্ড সফরের দলে সুযোগ পাওয়ার আগেই যে সুদর্শন ডিউকস বলে প্রস্তুতি নিতে শুরু করেছিলেন, তা জানিয়েছেন স্টুয়ার্ট। তাঁর কথায়, ‘‘কাউন্টি খেলে ভারতে ফেরার সময় ও কয়েকটা ডিউকস বল নিয়ে গিয়েছিল। বাড়িতে অনুশীলন করবে বলে।’’ তিনি এও বলেন, ‘‘সুদর্শন নিজেকে তৈরি রাখতে চেয়েছিল ইংল্যান্ড সফরের জন্য। যাতে সুযোগ পেলে কোনও সমস্যা না পড়ে।’’
সুদর্শনের ব্যাটিং নিয়ে ক্রিকেট ওয়েবসাইটে স্টুয়ার্ট বলেছেন, ‘‘ও অনেক দেরি করে বলটা খেলে। একেবারে চোখের নীচ থেকে বলটা খেলে। ইংল্যান্ডে সাফল্য পেতে গেলে যেটা খুব জরুরি।’’
মহড়া: শুরু হয়ে গেল ভারতের অনুশীলন। লর্ডসে অধিনায়ক শুভমন গিল এবং ঋষভ পন্থ। বিসিসিআই
লক্ষ্য: নিজেকে প্রমাণ করতে মরিয়া সুদর্শন। বিসিসিআই