রাফা-দুর্গে শুরু হয়ে গেল আলকারাস-যুগ
নিজস্ব প্রতিবেদন
৮ জুন: টেনিসের ইতিহাসের সেরা প্রত্যাবতর্ন? রবিবার ফরাসি ওপেনে কার্লোস আলকারাস যে ভাবে প্রথম দু’সেটে হেরেও চ্যাম্পিয়ন হলেন, তা দেখে অনেকের মনে প্রশ্নটা আসবেই। টানা দ্বিতীয় ট্রফি জিতবেন আলকারাস না প্রথম বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হবেন ইয়ানিক সিনার? রবিবারের ফাইনালের আগে এটাই সবচেয়ে বড় কৌতূহল ছিল টেনিস বিশ্বে।
দুই তরুণ প্রতিভার টক্কর দেখার জন্য মুখিয়ে ছিলেন সবাই। কিন্তু কে জানত সেই লড়াই অতীতের রেকর্ড ভেঙে দিয়ে ফরাসি ওপেনের ইতিহাসে দীর্ঘতম ম্যাচের নজির গড়বে। এর আগে ১৯৮২ সালে ম্যাটস উইল্যান্ডার ও ইয়েরমো ভিয়াসের ৪ ঘণ্টা ৪২ মিনিটের ফাইনালই ছিল ফরাসি ওপেনের ইতিহাসে দীর্ঘতম। তা ভেঙে যায় ৫ ঘণ্টা ২৯ মিনিটের এই ম্যাচে। ক্লে-কোর্টের সম্রাট ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের দুর্গে শুরু হয়ে গেল তাঁর শিষ্য আলকারাসের যুগ।
এ দিন শুরুতে সিনারের সার্ভিস ভেঙে এগিয়ে গিয়েছিলেন আলকারাস। কিন্তু পরক্ষণেই পাল্টা আলকারাসের সার্ভিস ভেঙে ফিরে আসেন সিনার। স্প্যানিশ তারকার সার্ভিস আবার ভেঙে সেট দখল করে নেন। দ্বিতীয় সেটে কেউ কাউকে এতটুকু জায়গা দিচ্ছিলেন না এগিয়ে যাওয়ার। শেষ পর্যন্ত টাইব্রেকে জিতে ২-০ সেটে এগিয়ে যান সিনার। তবে অবিশ্বাস্য ভাবে আলকারাস ফিরে আসেন তৃতীয় সেটে। ব্যবধান কমান।
চতুর্থ সেটে তো তিনি তিনটে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে সিনারের হতাশা আরও বাড়িয়ে দেন। টাইব্রেকে সেট জিতে খেলা নিয়ে যান
পঞ্চম সেটে। সেখানেও তুমুল লড়াই হয়ে সেট আবার টাইব্রেকে যায়। সুপার টাইব্রেকে ম্যাচ দখল করেন আলকারাস। ফল ৪-৬, ৬-৭ (৪-৭), ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৬ (১০-২)। যা তাঁর দ্বিতীয় ফরাসি ওপেন ট্রফির পাশাপাশি পাঁচ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জয়।
পঞ্চম সেট চলাকালীন এতক্ষণ লড়াই করার পরে সিনারকে দেখেই মনে হচ্ছিল, তিনি ক্লান্ত। বিরতির পরে চেয়ার থেকে উঠতে সময় নিচ্ছিলেন। উল্টো দিকে আলকারাস যেন ফুটছেন। সিনারকে কোনও জায়গা দিচ্ছিলেন না ঘুরে দাঁড়ানোর।
তবে ম্যাচের পরে প্রতিপক্ষের প্রশংসা করে আলকারাস বলেন, “সিনার দুরন্ত খেলেছে। এ রকম উচ্চ পর্যায়ের টেনিস খেলার জন্য ওঁকে ধন্যবাদ জানাই। শেষ পয়েন্ট পর্যন্ত লড়াই চালিয়েছে।” ম্যাচ যত বেশি চলছিল, তত সমস্যাও বাড়ছিল সিনারের। যার একটা কারণ গত ১৮ মাসে তিনি চার ঘণ্টার উপরে ম্যাচ খেলেছেন মাত্র একটি। ডোপ কাণ্ডে নির্বাসনের জন্য তিন মাস টেনিস খেলতে পারেননি। ফলে এ মরসুমে তাঁর চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে আলকারাস। সেটাই তাঁর পক্ষে যায়।
ইটালির চ্যাম্পিয়নকে এত দূর আসতে কম কাঠখড় পোড়াতে হয়নি। বিশেষ করে ডোপ কেলেঙ্কারিতে জড়ানোর পরে। একটা সময়ে সিনার ভেবেছিলেন টেনিস ছেড়ে দেবেন। ডোপিং-কাণ্ডে জড়ানোর পরে এতটাই ভেঙে পড়েছিলেন তিনি। সেটা ২০২৫ অস্ট্রেলীয় ওপেনের সময়। ২৩ বছর বয়সি ইটালীয় তারকা গত বছর মার্চে দু’বার ডোপ পরীক্ষায় ধরা পড়েন। এর পরে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা) তিন মাস নিষেধাজ্ঞা চাপায় তাঁর উপরে। তার কয়েক দিন আগেই তিনি সফল ভাবে অস্ট্রেলীয় ওপেনের তাজ রক্ষা করেছিলেন।
ইটালির সংবাদমাধ্যমে সিনার সেই ঘটনা নিয়ে বলেছিলেন, ‘‘এ বছর অস্ট্রেলীয় ওপেন শুরু হওয়ার আগে আমি খুব একটা ভাল ছিলাম না। কারণ তখনও ডোপিংয়ের মামলাটা চলছিল।” এর পরে ওয়াডার তরফে ক্রীড়া বিশ্বের সর্বোচ্চ আদালত ক্যাস-এ আবেদন করা হয় সিনারের দু’বছরের নির্বাসন চেয়ে। যদিও এর পরে ওয়াডার সঙ্গে আলোচনা করে আরও কম শাস্তি হয় সিনারের। রানার্স ট্রফি হাতে নিয়ে সিনার বলেন, ‘‘আজ রাতে ভাল ঘুম হবে না।’’
চ্যাম্পিয়ন: টানা দু’বার। পাঁচ সেটের রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফরাসি ওপেন ট্রফি নিয়ে আলকারাস। রবিবার। রয়টার্স
বিধ্বস্ত: এগিয়ে গিয়েও হার। হতাশ ইয়ানিক সিনার। রয়টার্স