পরিচিত কোচই চিন্তা ছাংতেদের
নিজস্ব সংবাদদাতা
তাইল্যান্ডের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে কি ঘুরে দাঁড়াতে পারবেন সুনীল ছেত্রীরা? এই প্রশ্নটাই হয়তো ঘোরাফেরা করছে ভারতীয় ফুটবলপ্রেমীদের মনে। কাজটা কঠিন, কারণ ভারতের পথের কাঁটা হতে পারেন ব্রাজ়িল, স্পেন বা
জাপানের ফুটবলাররা।
হংকংয়ের জাতীয় দলে বিদেশি ফুটবলারদের ছড়াছড়ি। কারণ সাত বছর সেই দেশে থাকতে পারলেই পাওয়া যায় নাগরিকত্ব। ফলে সুনীলদের লড়াই ব্রাজ়িলের জুনিনহো, স্টেফান পেরেরা, ফের্নান্দো, ডুডুদের সঙ্গে। রয়েছেন স্পেনীয় মানোলো ব্লেদা, জাপানের সোগো ইচিকাওয়া, ফ্রান্সের রাফায়েল মার্কেসরা।
যদিও র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে রয়েছে ভারত (১২৭)। হংকং সেখানে ১৫৩। গত বছর থেকে কোচের আসনে রয়েছেন অ্যাশলে ওয়েস্টউড। বেঙ্গালুরু এফসি, এটিকে, রাউন্ডগ্লাস পঞ্জাবকে কোচিং করিয়েছেন তিনি।
সেই কথাই উঠে এসেছে লালিয়ানজ়ুয়ালা ছাংতের গলায়। তিনি বলেন, “হংকংয়ের কোচের ভারতীয় ফুটবল সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তাই কঠিন পরীক্ষা হতে চলেছে।” আরও বলেন, “সঠিক মানসিকতা, খিদে নিয়ে নামলে আশা করি জয় আসবে।”