টিসিএসের নয়া ক্যাম্পাসে ছাড়পত্র রাজ্যে
নিজস্ব সংবাদদাতা
রাজ্যে আরও একটি ক্যাম্পাস খুলতে চলেছে দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিউটাউনের সিলিকন ভ্যালিতে ২৪ লক্ষ বর্গফুটের কার্যালয় তৈরি করতে চলছে টিসিএস। অন্তত ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। ‘নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ (এনকেডিএ) সম্প্রতি টিসিএসের প্রথম পর্যায়ের ভবন নকশার অনুমোদন দিয়েছে। ২০ একর জমির উপর গড়ে উঠবে সেটি। তাতে প্রথম দফায় ৯ লক্ষ বর্গফুটের ১১তলা ভবন তৈরি হবে। দ্বিতীয় দফায় আরও ১৫ লক্ষ বর্গফুটের ভবন তৈরি হবে। মমতা লিখেছেন, “সব মিলিয়ে ২৪ লক্ষ বর্গফুটের পরিকাঠামোয় ২৫ হাজার সরাসরি কর্মসংস্থান হবে।” মুখ্যমন্ত্রীর সংযোজন, “যাঁরা রাজ্যের বদনাম এবং অবজ্ঞা করে, তাঁদের দেখা উচিত আমরা কী করতে পারি। বাংলা মানেই বাণিজ্য। যা গোটা বিশ্বের চোখে পড়ছে।”