ডলার পড়ল ৭৩ পয়সা
নিজস্ব প্রতিবেদন
ইরান-ইজ়রায়েলের সংঘর্ষবিরতির খবরে বিশ্ব বাজারে ব্যারেল পিছু ৬৯ ডলারের কাছে নামল অশোধিত তেলের দাম। যার জেরে মঙ্গলবার টাকা লাফিয়ে বাড়ল। এক ডলার ৭৩ পয়সা নেমে হল ৮৬.০৫ টাকা। এটাই পাঁচ বছরে তার সর্বাধিক দৈনিক উত্থান। শেয়ার সূচক সেনসেক্সও পশ্চিম এশিয়ায় শান্তি ফেরার আশায় ১১২১ পয়েন্ট উঠেছিল। কিন্তু সংঘর্ষবিরতি লঙ্ঘিত হওয়ার খবরে দিন শেষ করে মাত্র ১৫৮.৩২ এগিয়ে। হয় ৮২,০৫৫.১১ অঙ্কে। কারণ, সতর্ক লগ্নিকারীরা হাতের শেয়ার বিক্রি করে মুনাফা তুলতে নামেন। বাজার বিশেষজ্ঞ বিনয় আগরওয়ালের মতে, ‘‘শেয়ারের ওঠাপড়া অনেকটাই নিয়ন্ত্রিত হচ্ছে ভূ-রাজনৈতিক অবস্থার সঙ্গে তাল মিলিয়ে।’’ পটনা আইআইটি-র অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, ‘‘অশোধিত তেলের দাম কমায় চাঙ্গা হয়েছে ভারতীয় মুদ্রা। তবে পশ্চিম এশিয়ার অস্থিরতাই টাকা স্থিতিশীলতা ফেরার পথে বাধা হতে পারে।’’