আজ কি যাত্রা শুরু শুভাংশুদের
}} ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস)-এ যাত্রা একাধিক বার পিছিয়ে গিয়েছে। নাসা অবশ্য আজ ফের জানিয়েছে, সব ঠিক থাকলে বুধবার, ২৫ জুন আইএসএস-এর উদ্দেশে অ্যাক্সিয়ম মিশন ৪ (এএক্স-৪)-এ রওনা দিতে পারেন শুভাংশুরা। স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট ও ড্রাগন মহাকাশযান যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে। ফ্লরিডায় থাকা নাসার কেনেডি স্পেস সেন্টারের কমপ্লেক্স ৩৯এ থেকে তাই বুধবার দুপুরে উৎক্ষেপণে কোনও সমস্যা
হওয়ার কথা নয়। অ্যাক্সিয়ম-৪ মিশনের কমান্ডার হিসেবে নেতৃত্বে রয়েছেন নাসার এক প্রাক্তন নভোশ্চর ও অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর পেগি হুইটসন। ইসরোর তরফ থেকে এই যাত্রায় পাইলটের ভূমিকায় রয়েছেন শুভাংশু। এ ছাড়াও, ইউরোপীয় মহাকাশ সংস্থার কিছু সদস্যও থাকবেন শুভাংশুদের সঙ্গে। নির্দিষ্ট সময়ে উৎক্ষেপণ সফল হলে বৃহস্পতিবার, ২৬ জুন সকাল ৭টায় গন্তব্যে পৌঁছনোর কথা শুভাংশুদের।
এগোল রাশিয়া
}} ইউক্রেনের ডনবাসের আরও এক শহর দখল করল রুশ সেনা। রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ডনেৎস্ক এলাকার ডাইলেয়েভকা শহর মুক্ত করেছে তাদের সেনা। এ দিকে সোমবার ব্রিটেন গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি রাজা তৃতীয় চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়র স্টার্মারের সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের জ়েলেনস্কি জানিয়েছেন ব্রিটেনের সঙ্গে নতুন প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি করতে চলেছে তাঁর সরকার। যা রাশিয়ার বিরুদ্ধে তাঁদের যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনীকে সাহায্য করবে।