গাজ়ায় ত্রাণকেন্দ্রে
ফের গুলি, নিহত ২৫
গাজ়া সিটি, ২৪ জুন: ইরানের সঙ্গে যুদ্ধের আবহেও গাজ়ায় হামলা অব্যাহত রেখেছে ইজ়রায়েল। আজ ভোরে আবারও ত্রাণশিবিরে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অভুক্ত মানুষদের উপরে নির্বিচারে হামলা চালিয়েছে ইজ়রায়েলি সেনা। সেই হামলায় অন্তত ২৫ জনের
প্রাণ গিয়েছে।
গাজ়ায় সেনাবাহিনীর মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে জানান, মধ্য গাজ়া উপত্যকায় ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা প্যালেস্টাইনিদের উপরে আজ ইজ়রায়েলি বাহিনী গোলাগুলিবর্ষণ করে। ২৫ জনের মৃত্যুর পাশাপাশি ১৫০ জন আহত হয়েছেন তাতে। গাজ়ার একটি হাসপাতাল সূত্রে আবার খবর, আজ সকাল থেকে ইজ়রায়েলি বাহিনীর হামলায় গাজ়া ভূখণ্ডের অন্যত্র অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ১৮০ জন। ওয়াদি গাজ়া নামে এক এলাকার দক্ষিণে সালা আল-ডিন রোডে-ও ইজ়রায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। ১৪০ জনেরও বেশি আহত হয়েছেন, যাঁদের মধ্যে ৬২ জনের অবস্থা আশঙ্কাজনক। সব মিলিয়ে গাজ়ায় মৃত্যুমিছিল
থেমে নেই।
গাজ়ায় রাষ্ট্রপুঞ্জ পরিচালিত ত্রাণ শিবির নিষিদ্ধ হওয়ার পর থেকে তাদের জায়গা নেয় ইজ়রায়েল এবং আমেরিকা-সমর্থিত ‘গাজ়া হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ বা জিএইচএফ। গত ২৭ মে থেকে জিএইচএফ গাজ়ায় ত্রাণশিবির শুরু করেছে। এর পর থেকেই নানা প্রশ্ন উঠেছে। এর আগেও জিএইচএফ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলিতে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে এবং সেই ভিড় নিয়ন্ত্রণে নেমে ত্রাণ সংগ্রহকারীদের উপরে ইজ়রায়েলি সেনার গুলি চালানোর ঘটনাও প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে গাজ়ায় চারশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাষ্ট্রপুঞ্জের প্যালেস্টাইনি শরণার্থী সংস্থার প্রধান জিএইচএফ-এর এই ত্রাণ পরিষেবাকে সাহায্যের নামে ‘মৃত্যুফাঁদ’ বলেও চিহ্নিত করেছেন। সংবাদ সংস্থা