রং ব্যবসা কিনতে চুক্তি
নেদারল্যান্ডসের রং সংস্থা অ্যাকজ়ো নোবেলের ভারতীয় শাখাকে কিনছে জিন্দল গোষ্ঠী। যার হাত ধরে তাদের হাতে আসছে ডিউলাক্স ব্র্যান্ড। এ জন্য
জেএসডব্লিউ পেন্টস ঢালবে ১২,৯১৫ কোটি টাকা। অধিগ্রহণ শেষে দেশের চতুর্থ বৃহত্তম রং সংস্থা হবে তারা। চলতি বছরে এ পর্যন্ত এটাই সবচেয়ে বড় অধিগ্রহণ। শুক্রবার ৭% বেড়েছে অ্যাকজ়ো নোবেলের শেয়ার দর।
শুক্রবার হওয়া চুক্তি অনুসারে অ্যাকজ়ো নোবেল এনভি দেশে পাউডার কোটিং ব্যবসা ও আন্তর্জাতিক
গবেষণা কেন্দ্র হাতে রাখবে। ৮৯৮৬ কোটি টাকা দিয়ে অ্যাকজ়ো নোবেল ইন্ডিয়ার ৭৪.৭৬% শেয়ার কিনবে জেএসডব্লিউ। বাকি ২৫% কেনা হবে খোলা বাজার থেকে। খরচ ৩৯২৯.০৬ কোটি। বিভিন্ন নিয়ন্ত্রকের সায়ের পরে অধিগ্রহণ সম্পূর্ণ হবে। জেএসডব্লিউ পেন্টসের এমডি পার্থ জিন্দলের দাবি, দেশে রং-কোটিং ব্যবসা দ্রুত বাড়ছে। অ্যাকজ়ো নোবেলের হাতে ডিউলাক্স-সহ একাধিক ব্র্যান্ড রয়েছে। সেগুলি ব্যবহার করে ব্যবসা বাড়ানোই লক্ষ্য।
নিজস্ব প্রতিবেদন