ট্রাম্পের ঘোষণা, তোপ কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ২৭ জুন: নয়াদিল্লি থেকে বাণিজ্য মন্ত্রকের কর্তারা শুক্রবারই ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি করতে ওয়াশিংটনে পৌঁছেছেন। তার ২৪ ঘণ্টার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন, দু’দেশের মধ্যে ‘খুব বড়’ বাণিজ্য চুক্তি হতে পারে। যে চুক্তিতে ভারত নিজের বাজার খুলবে বলেও জানিয়েছেন ট্রাম্প। যদিও বিস্তারিত কিছু বলেননি।
ট্রাম্পের এই একতরফা ঘোষণা নতুন করে অস্বস্তিতে ফেলেছে মোদী সরকারকে। এর আগে ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যেই আচমকা ট্রাম্প দু’দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছিলেন। দাবি করেছিলেন, দু’দেশকে বাণিজ্য নিয়ে প্রলোভন দেখিয়ে সংঘর্ষবিরতিতে রাজি করিয়েছেন। মোদী সরকার তা মানতে না চাইলেও, ট্রাম্প বিভিন্ন মঞ্চে ১৬ বার এই দাবি করেন। ভারত কী বলছে তার পরোয়া না করে আজ ফের ট্রাম্প বাণিজ্য চুক্তি হতে পারে এবং কেন্দ্র আমেরিকার জন্য বাজার খুলে দেবে জানানোয়, কংগ্রেস নেতা জয়রাম রমেশের মন্তব্য, ‘‘স্পষ্ট হচ্ছে, ভারতের জন্য গুরুত্বপূর্ণ যাবতীয় সিদ্ধান্ত ওয়াশিংটন থেকে জানতে হবে।’’
ট্রাম্প আমেরিকার পণ্যে চড়া শুল্ক চাপানোর অভিযোগ তুলে ভারত-সহ বেশির ভাগ দেশের উপরে পাল্টা চড়া শুল্ক বসিয়েছেন। যা ৯ জুলাই পর্যন্ত স্থগিত। তার আগে প্রথম দফার বাণিজ্য চুক্তি করে চড়া শুল্ক এড়াতে বাণিজ্য মন্ত্রকের কর্তারা ওয়াশিংটনে গিয়েছেন। সূত্রের দাবি, ৯ জুলাইয়ের আগে সম্ভবত এটাই চূড়ান্ত পর্বের মুখোমুখি আলোচনা। আগের পর্বের আলোচনা তেমন এগোয়নি।
কংগ্রেসের প্রশ্ন, বড় বাণিজ্য চুক্তি কী? কেন্দ্র কি কৃষি ক্ষেত্র খুলে দিচ্ছে? ছোট-মাঝারি শিল্পকে আমেরিকার প্রতিযোগিতার মুখে দাঁড় করাচ্ছে? আমেরিকা থেকে অবাধ আমদানি করা হচ্ছে? প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী কেন এ নিয়ে দেশকে কিছু জানাচ্ছেন না? দিল্লির বাণিজ্য গবেষণা সংস্থা জিটিআরআই-এর প্রধান অজয় শ্রীবাস্তবের মতে, কোনও রাজনৈতিক লক্ষ্যে বা এক তরফা ভাবে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা উচিত নয়। কৃষক এবং ডিজিটাল ব্যবস্থার স্বার্থরক্ষা করতে হবে। ট্রাম্প ‘খুব বড় বাণিজ্য চুক্তি’-র কথা বললেও শ্রীবাস্তবের মতে, ভারত-ব্রিটেনের বাণিজ্য চুক্তির মতোই আমেরিকার সঙ্গেও ছোট্ট বাণিজ্য চুক্তি হবে।
আজ বস্ত্র রফতানি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সুধীর শেখরি-সহ অন্যান্য কর্তারা বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে দেখা করে বাণিজ্য চুক্তি নিয়ে তাঁদের আশঙ্কার কথা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, আমেরিকা ২৬% শুল্ক বসালে বহু শ্রমনিবিড় ক্ষেত্রে ধাক্কা লাগবে।
বিরোধীদের প্রশ্ন
ভারতের কথা বার বার ট্রাম্প কেন ঘোষণা করছেন?
বড় ঘোষণা মানে কি আমেরিকাকে নয়াদিল্লির দেওয়া ঢালাও সুবিধা?
গোটা বিষয়টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ কেন?