অস্ত্র পাচারে ধৃত ৪
}} ভিন্ রাজ্য থেকে অস্ত্র আমদানির পথে চার জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকার নেতাজী সেতুর নীচ থেকে পাকড়াও করা ওই চার জনের কাছ থেকে ৯টি আগ্নেয়াস্ত্র এবং ১৫৮টি তাজা কার্তুজ মিলেছে। ধৃতদের নাম মুকেশ মিশ্র, শ্যামজিৎকুমার ঠাকুর, নইমুদ্দিন শেখ এবং সানাউল শেখ। মুকেশ এবং শ্যামজিৎ বিহারের বাসিন্দা এবং বাকি দু’জনের বাড়ি মালদহে। শুক্রবার ধৃতদের বিধাননগর আদালতে পেশ করা হলে সরকারি কৌঁসুলি সাবির আলি ১০ দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন করেন। অভিযুক্তদের আইনজীবী অভিষেক মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে ধৃতদের ৮ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। অস্ত্রগুলি মালদহের কালিয়াচকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
আটটি দলকে চিঠি
}} রাজ্যের আটটি নথিভুক্ত রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিস পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, স্বীকৃত না হলেও কোনও রাজনৈতিক দল কমিশনের অধীনে নথিভুক্ত হতে পারে। তাতে তারা আয়কর ছাড়, স্বীকৃতি, অভিন্ন চিহ্ন, তারকা প্রচারকের মনোনয়নের মতো সুবিধা পেয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে, নোটিস পাঠানো রাজনৈতিক দলগুলি ২০১৯ সাল থেকে একটিও নির্বাচনে অংশগ্রহণ করেনি। কমিশনের নির্দেশ, তাদের জবাব খতিয়ে দেখে রিপোর্ট পাঠাতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারকে। জানাতে হবে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলিকে তালিকার বাইরে বের করা হবে কি না? ওই দলগুলির ঠিকানা হিসেবে দুই ২৪ পরগনা, বীরভূম, উত্তর দিনাজপুর, কলকাতা এবং মুর্শিদাবাদের উল্লেখ আছে বলে খবর।
পেনশন শিবির
}} প্রাক্তন সেনাকর্মী এবং তাঁদের পরিবারের পেনশন সংক্রান্ত সমস্যা সমাধানে দু’দিনের শিবির শুরু হয়েছে কলকাতায়। সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর বিজয় দুর্গে (ফোর্ট উইলিয়াম) শুক্রবার এই শিবিরের সূচনা করেন প্রতিরক্ষা মন্ত্রকের আর্থিক উপদেষ্টা সুগত ঘোষদস্তিদার। ছিলেন চিফ অব স্টাফ (ইস্টার্ন কমান্ড) লেফটেন্যান্ট জেনারেল মোহিত মলহোত্র। শনিবারও এই শিবির চলবে।