বিমানসচিবকে তলব, সুরক্ষা
খতিয়ে দেখবে স্থায়ী কমিটি
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ২৭ জুন: আমদাবাদের বিমান দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে বিমান মন্ত্রকের সচিব সমীর কুমার সিন্হাকে ডাকার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের স্থায়ী সংসদীয় কমিটি। আগামী ৮ জুলাই কমিটির পরবর্তী বৈঠকে দুর্ঘটনার বিষয়ে আলোচনার পাশাপাশি বিমান পরিষেবা ক্ষেত্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলে কমিটি সূত্রে জানা গিয়েছে। সূত্রের মতে, বিমান মন্ত্রকের সচিব ছাড়াও এয়ার ইন্ডিয়া, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর শীর্ষ আধিকারিকদের ডাকা হবে ওই বৈঠকে।
গত ১২ জুন আমদাবাদে ভেঙে পড়েছিল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এক জন বাদে মারা যান বিমানের সব যাত্রীই। তার পর থেকেই দেশীয় সংস্থার বিমানগুলিতে নানা ধরনের যান্ত্রিক গোলমালের তথ্য সামনে আসতে শুরু করেছে। একাধিক বিমান যান্ত্রিক গণ্ডগোলের কারণে মাঝ আকাশ থেকে ফিরে আসতেও বাধ্য হয়েছে। কেবল বিমান নয়, গত দেড় সপ্তাহে দুর্ঘটনার মুখে পড়েছে একাধিক হেলিকপ্টারও। হয়েছে প্রাণহানিও। একের পর এক এ ধরনের ঘটনায় সার্বিক ভাবে বিমানযাত্রা নিয়ে আমজনতার মনে সংশয় তৈরি হয়েছে। এই আবহে বিমান পরিষেবা ক্ষেত্রের সামগ্রিক সুরক্ষাব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। যে কারণে বিমান মন্ত্রকের সচিবকে ওই বৈঠকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে ওই কমিটি। আগামী বৈঠকে বিমান যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান মন্ত্রকের পদক্ষেপ এবং আমদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে কমিটি সূত্রে জানা গিয়েছে।