ত্রয়ীর বৈঠক নিয়ে উদ্বেগ স্থায়ী কমিটিতে
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ২৭ জুন: বাংলাদেশ, চিন এবং পাকিস্তানের সাম্প্রতিক ত্রিপাক্ষিক সমঝোতা নিয়ে আজ বিদেশ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করলেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। এ বিষয়ে প্রশ্ন করায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র গতকালই জানিয়েছিলেন, ভারতের নিরাপত্তা এবং কৌশলগতগত উদ্বেগ তৈরি হয়, এমন বিষয়গুলির দিকে সতর্ক নজর রাখা হচ্ছে।
সূত্রের খবর, বৈঠকে ছিলেন প্রাক্তন কূটনীতিক শিবশঙ্কর মেনন, রিভা গঙ্গোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অমিতাভ মাট্টুর মতো ব্যক্তিরা। রাজনৈতিক সূত্রের খবর, বৈঠকে বিশেষজ্ঞদের বক্তব্য, বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকার যে ভাষ্য তৈরি করেছে তা অতিকথনমাত্র। বরং এই মুহূর্তে অনুপ্রবেশের হার সবচেয়ে কম। পাশাপাশি, বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ভারত, সেটা একেবারেই যথার্থ। কিন্তু এ কথাও খেয়াল রাখা উচিত যে নিজেদের দেশে সংখ্যালঘুদের পরিস্থিতি যেন আরও খারাপ না হয়। সেটাও যথেষ্ট উদ্বেগের বিষয়।
বাংলাদেশে ভারতের উপস্থিতি ক্রমশই কমে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ বৈঠকে কমিটির সদস্য সাংসদদের তাঁরা বলেছেন, এমন ভাষ্য তৈরি করা হচ্ছে যেন বাংলাদেশকে ছোঁয়া যাবে না। এই সুযোগে চিন ঢাকায় আধিপত্য বাড়িয়ে চলেছে। পাকিস্তানও বাংলাদেশ ঢুকে পড়ছে বলে সাংসদদের সতর্ক করেন মেননরা।