নিম্নচাপ ঢুকল ওড়িশায়, বৃষ্টি চলছেই
  
      নিজস্ব সংবাদদাতা
  
  বঙ্গোপসাগরের সুগভীর নিম্নচাপ ওড়িশায় ঢুকে যাওয়ায় দুর্যোগের হাত থেকে রেহাই কিছুটা পেতে পারে দক্ষিণবঙ্গ। তবে বৃষ্টি আপাতত কয়েক দিন চলবে।
এ দিকে, উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলিতে আগামী দিন দুয়েক ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ নিম্নচাপটি ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে স্থলভূমিতে ঢুকে পড়েছে। সেটি ক্রমশ দক্ষিণ ওড়িশার দিকে বয়ে যাচ্ছে। আজ, শুক্রবার সেটি শক্তি খুইয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 
এদি ন নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের বিস্তীর্ণ এলাকার আকাশ মেঘলা ছিল। দফায় দফায় জোরালো বৃষ্টিও হয়েছে। বর্ষার শেষ লগ্নে এই বৃষ্টি চাষাবাদে কী প্রভাব ফেলবে, সেটা নিয়েও প্রশ্ন আছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, শুক্রবার থেকে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির দাপট কমতে পারে। বীরভূমে দু-এক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামিকাল, শনিবার বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার গাঙ্গেয় বঙ্গের বৃষ্টির আশঙ্কা কম থাকলেও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। প্রসঙ্গত, আবহাওয়া দফতরের অনুমান ছিল, সুগভীর নিম্নচাপটি আজ, শুক্রবার ওড়িশায় ঢুকবে। কিন্তু সে গতি বাড়িয়ে আগের দিন পৌঁছে গিয়েছে।