হিংসা বদল আনে না: জেন জ়ি নিয়ে ভাগবত
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ২ অক্টোবর: অশান্ত হয়ে উঠেছে একের পর এক প্রতিবেশী দেশ। গণ আন্দোলনে পাল্টে গিয়েছে নির্বাচিত সরকার। যার পুরোভাগে দেখা গিয়েছে তরুণ প্রজন্মকে। আজ প্রথম বার এ ধরনের জেন জ়ি আন্দোলন নিয়ে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ভারতের সীমান্তে থাকা দেশগুলির অস্থিরতা ভারতের জন্য বিপদের কারণ বলে আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের হিংসাত্মক আন্দোলনে সে সব দেশের পরিস্থিতির আদৌ কোনও বদল হবে না। উল্টে বিদেশি শক্তি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ নেয়। একই সঙ্গে পহেলগাম সন্ত্রাস প্রশ্নে ভাগবত বলেন, ওই সন্ত্রাসী হামলার পরে বিভিন্ন দেশ যে অবস্থান নেয় তা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে কারা ভারতের প্রকৃত বন্ধু।
শ্রীলঙ্কা, বাংলাদেশ, মলদ্বীপ ও শেষে নেপাল। জনবিক্ষোভের কারণে ভারতের প্রতিবেশী দেশগুলিতে সরকারের পরিবর্তন ঘটেছে। কেন এ ধরনের জনবিক্ষোভের পরিস্থিতি তৈরি হয় সে প্রসঙ্গে ভাগবতের ব্যাখ্যা, ‘‘যখন সরকার জনগণের থেকে মুখ ফিরিয়ে নেয়, আমজনতার সমস্যার বিষয়ে অন্ধকারে থাকে, সেই পরিস্থিতিতে জনতা সরকার-বিরোধী হয়ে ওঠে।’’ ভাগবতের মতে, এ ধরনের হিংসাত্মক আন্দোলনে কারও কোনও লাভ হয় না। এতে ক্ষমতার পরিবর্তন হলেও, আখেরে সে সব দেশের কোনও ভাল হয় না। উদাহরণস্বরূপ তিনি বলেন, ‘‘ফরাসী বিপ্লবের ফলে নেপোলিয়ন বোনাপার্ত সম্রাটের কুর্সি দখল করে নেন। পৃথিবীর একাধিক সমাজতান্ত্রিক দেশে এ ধরনের বিপ্লব হয়েছে। কিন্তু তারা