নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা, মৃত্যু
}} পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। আহত সাত জন। বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের উপরে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ২ নম্বর সেতু সংলগ্ন একটি পুজো মণ্ডপের সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি একটি দোকানে ঢুকে যায়। জখম সকলকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সন্তোষ রায় (৪৫), সুমিতকুমার বিশ্বাস (৬৭) এবং ডোকসা রায় (৩৫)। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।
কিশোরীকে
ধর্ষণে ধৃত তিন
}} পুজো দেখানোর নাম করে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধৃত তিন যুবককে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল মুর্শিদাবাদ জেলার এক বিশেষ আদালত। অভিযোগ, জেলার একটি গ্রামের বাসিন্দা ওই কিশোরীকে গত বুধবার নির্জন ইটভাটায় নিয়ে গিয়ে ধর্ষণ করে এক অভিযুক্ত। সেই কাজে সাহায্য করে তার দুই বন্ধু। জেলা পুলিশের এক আধিকারিক জানান, ‘নির্যাতিতা’র ডাক্তারি পরীক্ষা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা রুজু হয়েছে।
দুর্ঘটনায় জখম ১০
}} পথ দুর্ঘটনায় জখম হলেন ১০ জন। বৃহস্পতিবার সকালে দত্তপুকুরে টাকি রোডের কদম্বগাছির পূর্ব ইছাপুর এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে একটি টোটো টাকি রোডে উঠছিল। সেই সময় পূর্ব ইছাপুরের দিক থেকে আসা একটি গাড়ি টোটোকে পাশ দিতে গিয়ে উল্টে যায়। তখনই বসিরহাটের দিক থেকে বারাসতের দিকে আসা আরও একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনার জেরে ১০ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তরুণীর দেহ উদ্ধার
}} দশমীর ভোরে রাস্তার ধারে এক অজ্ঞাতপরিচয় তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের পাঁচ নম্বর মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ও মুখ-সহ শরীরে একাধিক জায়গায় ক্ষত ছিল। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। কী ভাবে তরুণীর মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ডিএ-র দাবি
}} মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিজয়ার শুভেচ্ছা এল শিক্ষক-শিক্ষিকাদের মোবাইলে। শিক্ষকদের একাংশের মতে, শুধু শুভেচ্ছা জানালেই হবে না তাঁদের যে বকেয়া ডিএ রয়েছে সেই ডিএ ঘোষণা করতে হবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির এক নেতা বলেন, ‘‘শুধু শুকনো শুভেচ্ছা চাই না। রাজ্য সরকারি কর্মীদের সাথে কেন্দ্রের ডিএ-র ফারাক অনেকটাই ছিল। আজ কেন্দ্র আবার তিন শতাংশ অতিরিক্ত ডিএ ঘোষণা করায় সেই ফারাক আরও বাড়ল।’’