বিএলও নিয়োগ নিয়ে
অব্যাহতি দেওয়া হয় মানবিক দিক থেকে। কিন্তু এ ক্ষেত্রে সে সব কিছু ছিল না বলে দাবি কমিশন সূত্রের।
সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, এ বছর বিএলও নিয়োগের নতুন বিধি স্পষ্ট করে দেওয়া হয়েছিল জেলা প্রশাসনগুলিকে। তার পরে তারাই বিএলও নিয়োগ করতে থাকে। এ ক্ষেত্রে কোন ধরনের কর্মীদের নিয়োগ করা হবে, তা বলে দেয়নি কমিশন। শুধু নিযুক্ত বিএলও স্থায়ী সরকারি চাকুরিরত কি না, তা দেখে নিচ্ছে তারা। ফলে নিয়োগ এবং নিয়োগপত্রের প্রত্যাখ্যান—সবই দায়িত্ব থেকে যায় জেলা প্রশাসনগুলির উপর। সেই কারণে বিধি মেনে যাঁরা নিয়োগপত্র গ্রহণ করেননি, তাঁদের শো-কজ় করা হয়েছিল। কিন্তু তারও মান্যতা পায়নি।
অন্যদিকে, জেলা প্রশাসনগুলি জানাচ্ছে, এ বছর বুথ (ভোটকেন্দ্র) পুনর্বিন্যাসের কারণে ১৩,৮১৬টি বুথ বাড়ার কথা। এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে অত সংখ্যক বিএলও ফের নিয়োগ করতে হবে। এমনকি, ওই সংখ্যার কিছু অংশ ‘রিজ়ার্ভ’ রাখা এবং বিএলও সুপারভাইজ়ার পদে আরও কিছু নিয়োগ করতে হবে অতিরিক্ত। ফলে নিয়োগের চাপ ক্রমশ বাড়ছে। এই অবস্থায় চলতি জট না কাটলে সমস্যা আরও বাড়তে পারে বলে জেলা-কর্তাদের একাংশের আশঙ্কা।