দুর্ঘটনায় মৃত দুই
ভাতার: নবমীর রাতে প্রতিমা দর্শনে বেরিয়ে দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের ভাতারে। পুলিশ জানায়, মৃত গঙ্গা বাগদি (২৪) ও রানা সিংহের (২২) বাড়ি যথাক্রমে ভাতার ও আউশগ্রামে। ভাতারের ওরগ্রামে, বর্ধমান-বোলপুর সড়কে তাঁদের মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে জানান চিকিৎসক।
নিজস্ব সংবাদদাতা