অস্বাভাবিক মৃত্যু নয় জ়ুবিনের, দাবি সিঙ্গাপুরের হাসপাতালের
নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি, ২ অক্টোবর: সিঙ্গাপুরে হওয়া জ়ুবিন গর্গের মৃত্যুতে আপাতত কোনও অস্বাভাবিকতা বা হত্যার প্রমাণ পায়নি সিঙ্গাপুরের হাসপাতাল। ভারতকে জমা দেওয়া ময়নাতদন্তের রিপোর্টে তেমনটাই জানানো হয়েছে। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি দ্বীপে প্রমোদতরী সফরে গিয়ে সাঁতার কাটার সময়ে মৃত্যু হয় জ়ুবিনের। অনুরাগীদের সন্দেহ, জ়ুবিনের শরীরে বিষক্রিয়া হয়ে থাকতে পারে। তাঁকে ইচ্ছাকৃত ভাবে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হতে পারে। অবশ্য সিঙ্গাপুর পুলিশ ডিজিটাল ময়নাতদন্তে জলে ডুবে মারা যাওয়ার কথাই লিখে ভারতীয় দূতাবাসে জমা দিয়েছে। অসমে যে বিপুল আবেগ কাজ করছে তার জন্য এখানে জ়ুবিনের ফের ময়নাতদন্ত, ভিসেরা পরীক্ষা হয়। তবে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করতে বাধ্য নয় সরকার। তা আদালতে জমা দেওয়া হবে। মৃত্যুর তদন্তে যে বিশেষ তদন্ত দল গড়া হয়েছে তারা শীঘ্রই সিঙ্গাপুর পাড়ি দেবে বলে জানান সিটের নেতৃত্বে থাকা এডিজিপি মুন্নাপ্রসাদ গুপ্তা।
তিনি আরও জানান, ঘটনায় অভিযুক্ত নর্থ ইস্ট ফেস্টিভালের আয়োজক শ্যামকানু মহন্ত ও ম্যানেজার সিদ্ধার্থকে গ্রেফতার করার পরে নতুন করে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারা (দলগত হত্যার অভিযোগ) যোগ করা হয়েছে। পাশাপাশি শ্যামকানুর বাড়ি তল্লাশি করে যে সব আর্থিক দুর্নীতির প্রমাণ মিলেছে তার জেরে ভিন্ন এফআইআর করে মামলা রুজু হয়েছে।
সিদ্ধার্থের কাছ থেকে জ়ুবিনের ব্যাগ, ট্যাবলেট, মোবাইল হেফাজতে নিয়েছে সিআইডি। আদালত শ্যামকানু ও সিদ্ধার্থকে ১৪ দিনের জন্য সিটের হেফাজতে পাঠিয়েছে। জ়ুবিন মারা যাওয়ার আগের দিন রাতের পার্টি ও ঘটনার সময়ে প্রমোদতরীর পার্টিতে কারা ছিলেন তার বিশদ বিবরণ সিদ্ধার্থের কাছ থেকে সিআইডি সংগ্রহ করেছে। জ়ুবিনের সঙ্গে থাকা বাদ্যযন্ত্রী শেখরজ্যোতি গোস্বামী ও সহগায়িকা অমৃতপ্রভা মহন্তকেও গ্রেফতার করেছে সিআইডি। এই নিয়ে ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৪। শেখর ১৯ সেপ্টেম্বর জ়ুবিনের সঙ্গে সমুদ্রে সাঁতরাচ্ছিলেন। আর প্রমোদতরী থেকে ঘটনার ভিডিয়ো করছিলেন অমৃতপ্রভা।
অমৃতপ্রভা জানান, তিনি ওই ভিডিয়ো সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের এক ব্যবসায়ী সদস্যকে দিয়েছিলেন। তিনিই দফায় দফায় ভিডিয়ো সামাজিক মাধ্যমে দেন। গত কয়েক দিন ধরে দফায় দফায় জেরা করার পরে আজ তাঁদের হেফাজতে নেয় বিশেষ তদন্ত দল।
জ়ুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ বলেন, “জ়ুবিনকে তীরে আনার পরে শেষ বার সিদ্ধার্থর সঙ্গে কথা হয়েছিল। ও বলল সিপিআর দেওয়া হচ্ছে। সাধারণত মৃগী হলেও জ়ুবিন ২-৩ মিনিটে স্বাভাবিক হয়ে যেত।
আমি দ্রুত জ়ুবিনকে হাসপাতালে নিতে বলি। কিন্তু সিদ্ধার্থ ফোন কেটে দেয়। আশা করি তদন্তে সব কথা
স্পষ্ট হবে।”