দিল্লি পুলিশের কাণ্ডে তদন্তের আর্জি শাহকে
নিজস্ব সংবাদদাতা
ভাষা নিয়ে অশোভন আচরণের অভিযোগ ফের উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে। এর আগে বাংলাভাষী মানুষের কাছ থেকে আটক করা কাগজপত্র ‘বাংলাদেশি’ ভাষা থেকে অনুবাদ করার আর্জি নিয়ে বঙ্গ ভবনে চিঠি পাঠিয়ে বিতর্কে জড়িয়েছিল তারা। এ বার কেরলের দুই পড়ুয়াকে আটক করে জোর করে হিন্দি বলানোর চেষ্টা করার অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, ওই দুই পড়ুয়া হিন্দিতে স্বচ্ছন্দ নন জানানোর পরে তাঁদের উপরে জবরদস্তি করা হয়েছে। বিষয়টি নজরে আসার পরে তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। চিঠিতে তিনি ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন। বিজয়নের বক্তব্য, দেশের রাজধানী শহরে এমন ঘটনা স্তম্ভিত করে দেওয়ার মতো!
দেশের সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্রের প্রতি সম্মান রক্ষায় কেন্দ্রীয় সরকারকে সতর্ক হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।