ট্রাম্পকে শুল্ক নিয়ে খোঁচা ভাগবতের
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ২ অক্টোবর: বিজয়া দশমীর মঞ্চ থেকে আমেরিকার শুল্ক নীতির তীব্র সমালোচনা করলেন সরসঙ্ঘচলক মোহন ভাগবত। আমেরিকার শুল্ক নীতি অধিকাংশ দেশকে সমস্যায় ফেলেছে বলে মন্তব্য করে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে ভাগবতের হুঁশিয়ারি, ‘‘একা কোনও দেশ বাঁচতে পারে না।’’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন মস্কো থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়েছিল ভারত। যা এখনও চালু রেখেছে ভারত। রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার নীতি নেয় আমেরিকা। যা ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদদের একাংশ। এই আবহে অতীতের মতো আজও ট্রাম্পের নীতির সমালোচনা করে সরব হলেন ভাগবত। জোর দেন স্বদেশি পণ্য কেনার উপরে। ফি বছর বিজয়া দশমীর দিনে দেশবাসী তথা সঙ্ঘ নেতৃত্বের উদ্দেশে বক্তৃতা দেন সঙ্ঘ প্রধান। যে বক্তব্য আরএসএস নেতৃত্বকে মূলত আগামী এক বছর চলার প্রশ্নে পথ দেখিযে থাকে। তাই আজ আত্মনির্ভরতার বার্তা দিয়ে আগামী দিনে স্বদেশিয়ানার প্রশ্নে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে আরএসএস নেতৃত্ব যে জোর প্রচার চালাতে চলেছেন তা বুঝিয়ে দিয়েছেন ভাগবত। এ বারের বিজয়া দশমীর দিনে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
আজ ট্রাম্প নীতির সমালোচনার পাশাপাশি দেশকে আত্মনির্ভর হওয়ার প্রশ্নেও সওয়াল করতে দীর্ঘ সময় ব্যয় করেন ভাগবত। তিনি বলেন, ‘‘আমেরিকা তাদের নিজেদের স্বার্থে শুল্ক আরোপ করেছে। কিন্তু এতে সকলেই সমস্যায় পড়েছেন। গোটা পৃথিবী একে অপরের উপর নির্ভরতার মাধ্যমেই পারস্পরিক সম্পর্ক বজায় রাখে। একা কেউ বাঁচতে পারে না।’’
আমেরিকার শুল্ক নীতির মোকাবিলায় স্বদেশিয়ানার উপরেই জোর দিয়েছেন ভাগবত। তিনি বলেন, ‘‘এই সমস্যা সমাধানে দেশকে অবশ্যই দেশীয় উৎপাদনের উপরে গুরুত্ব দিতে হবে।’’ ভাগবতের পরামর্শ, ‘‘স্বদেশি পণ্য ব্যবহারের মাধ্যমেই দেশ একমাত্র স্বনির্ভর হয়ে উঠতে পারে। যা বিকল্পহীন।’’ একই সঙ্গে আজ মোদী সরকারের উদ্দেশে ভাগবতের সতর্কবার্তা, ‘‘পারস্পরিক সম্পর্কযুক্ত এই পৃথিবীতে বাণিজ্যিক সহযোগীর উপরে ভারতকে যেন অসহায়ের মতো নির্ভর না করতে হয়। তাই আমাদের স্বদেশি ও আত্মনির্ভর হতে হবে। পাশাপাশি আমাদের সব বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার চেষ্টা চালিয়ে যেতে হবে। যা হবে স্বেচ্ছায় এবং কোনও বাধ্যবাধকতা ছাড়াই।’’ ভাগবতের মতে, আত্মনির্ভর হওয়া সম্ভব হলে তবেই ভারত তার ইচ্ছে মতো পদক্ষেপ করতে পারবে।