হার পাকিস্তানের, ধারাভাষ্যে বিতর্কে প্রাক্তন অধিনায়ক
  
      নিজস্ব প্রতিবেদন
  
  ২ অক্টোবর: এশিয়া কাপে একের পর এক বিতর্কের সূত্রপাত হয়েছে পাকিস্তানকে নিয়ে। সেই ধারা অব্যাহত মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটেও। বৃহস্পতিবারে শিরোনামে উঠে এলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সানা মির। ধারাভাষ্য দিতে গিয়ে তুলে দিলেন ‘আজ়াদ কাশ্মীর’-এর প্রসঙ্গ। সেই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে। শুধু বিতর্কই সঙ্গী নয়, বাংলাদেশের বিরুদ্ধেও ধরাশায়ী হয়ে সাত উইকেটে হারল পাকিস্তান।
এ দিন বিশ্বকাপের ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন সানা। তখন ব্যাট করছিলেন ফতিমা সানা ও নাটালিয়া পারভেজ়। সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়া সেই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “ফতিমা তরুণ দলকে নেতৃত্ব দিচ্ছে। দলের অনেক ক্রিকেটারই অনভিজ্ঞ। কাশ্মীর, ‘আজ়াদ কাশ্মীর’ থেকে আসা নাটালিয়া লাহোরের মাটিতে প্রচুর ক্রিকেট খেলেছে।”
এই ‘আজ়াদ কাশ্মীর’-এর প্রসঙ্গ আসা মাত্রই বিতর্ক তুঙ্গে ওঠে। সমাজমাধ্যমে সক্রিয় প্রতিবাদ জানাতে থাকেন ভারতীয় দর্শকরা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-কে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এমনকি ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানোর কারণে ধারাভাষ্যের তালিকা থেকেও বাদ দেওয়ার কথা উঠতে থাকে।
প্রথমে ব্যাট করে ১২৯ রানেই ইনিংস শেষ হয় পাকিস্তানের। ২৩ রান করেন রামিন শামিম। অধিনায়ক ফতিমা সানা তিনটি চারের সাহায্যে করেন ২২ রান। মাত্র ৫ রান দিয়ে তিন উইকেট শোরনা আকতারের। শুরুতে উইকেট হারালেও চাপ সামলে নেন বাংলাদেশের রুবিয়া হায়দার। আটটি চারের সাহায্যে অপরাজিত থাকেন ৫৪ রানে। তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। শুক্রবার বিশ্বকাপে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৩৮.৩ ওভারে ১২৯ (শোরনা ৩-৫)। বাংলাদেশ ৩১.১ ওভারে ১৩১-৩।
          
         
        
	উচ্ছ্বাস: মুনিবার উইকেট নিয়ে নাহিদা ও ফাহিমা। গেটি ইমেজেস