গণতন্ত্রে আঘাত
ডোনাল্ড ট্রাম্পের ‘মেরুকরণের’ রাজনীতিকেও কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা। রাহুলের মতে, এই মেরুকরণের রাজনীতি সমর্থন পাচ্ছে বেকারত্বের কারণে। তবে এই প্রথম নয়। ২০১৭ সালে নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেছিলেন, মোদী-ট্রাম্পের মতো রাষ্ট্রনেতারা নির্বাচনে জিততে পারছেন কারণ বেকারত্ব গ্রাস করছে মানুষজনকে। এ দিন কলম্বিয়ায় রাহুল ফের বলেন, ‘উৎপাদন ক্ষেত্রে যাঁরা কাজ হারিয়েছেন, তাঁরাই ট্রাম্পের মেরুকরণের প্রচারের সবচেয়ে
বড় সমর্থক।’
রাহুল গান্ধীর এই মন্তব্যকে অবশ্য কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির মুখপাত্র শেহজ়াদ পুণাওয়ালা বলেন, “আবারও রাহুল গান্ধী উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো নেতার মতো আচরণ করছেন। উনি বিদেশে গিয়ে ভারতের গণতন্ত্রকে আক্রমণ করছেন!”
সংবাদ সংস্থা