প্রয়াত গান্ধীবাদী জি জি পারিখ
}} প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী জি জি পারিখ। তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। ভারত ছাড়ো আন্দোলনে যোগদান থেকে জরুরি অবস্থার সময়ে কারারুদ্ধ হওয়া, দীর্ঘ দিনের রাজনৈতিক জীবন তাঁর। গান্ধীবাদী এই রাজনীতিক মহারাষ্ট্রের রায়গড় জেলায় ইউসুফ মেহেরালি সেন্টারের প্রতিষ্ঠা করেন। বৃহস্পতিবার ভোর রাতে তিনি মারা গিয়েছেন। শোকপ্রকাশ করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সমাজমাধ্যমে লেখেন, ‘‘পারিখ ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও সমাজতান্ত্রিক আদর্শের পক্ষে এক শক্তিশালী কণ্ঠস্বর। তিনি নানা ক্ষেত্রে ন্যায়বিচারের জন্য লড়াই করে গিয়েছেন।’’
বরেলীতে নজরদারি
}} দশেরা উপলক্ষে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বরেলী বিভাগের চারটি জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, পিএসি এবং আরএএফ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। গত শুক্রবার বরেলীর কোতোয়ালি এলাকার একটি উপাসনালয়ের বাইরে অন্তত ২ হাজার লোকের জমায়েতে পুলিশ লাঠিচার্জ করেছিল। তার পর থেকেই নজরদারি আরও কড়া হয়েছে। ডিভিশনাল কমিশনার ভূপেন্দ্র এস চৌধুরি বরেলী, শাহজাহানপুর, পিলিভিট এবং বদায়ূঁ জেলার জন্য ‘উচ্চ সতর্কতা’ জারি করেছেন। বরেলী বিভাগে শনিবার বিকেল ৩টে পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
নয়া খসড়া নিয়ম
}} আইন ভেঙে নেটে টাকা বাজি রেখে খেলা চালালে ‘জামিন অযোগ্য’ ধারায় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করল কেন্দ্র। বৃহস্পতিবার এর খসড়া নিয়ম প্রকাশ করে সরকার বলেছে, যে সংস্থা নিয়ম মানবে না, তার সমস্ত কর্মীকেই অভিযুক্ত হিসেবে ধরা হবে। কোনও ব্যক্তি সংশ্লিষ্ট আইন ভাঙলে বা ভাঙতে পারেন বলে মনে করলে সংশ্লিষ্ট অফিসার যে কোনও জায়গা বা সাইটে ঢুকতে পারবেন, করতে পারবেন তল্লাশি। এমনকী ওয়ারেন্ট ছাড়া সন্দেহভাজনকে গ্রেফতারও করতে পারবেন। অফিসারকে আইনি সুরক্ষা দেবে এই নিয়ম। ৩১ অক্টোবরের মধ্যে খসড়ায় মত জানাতে বলা হয়েছে।
নিজের লোক মারে
}} পাকিস্তানি প্রশাসন পাক অধিকৃত কাশ্মীরে নিজেদের লোকই মারে। এই অভিযোগ পিওকে-র বিক্ষুব্ধ নেতা শওকত নওয়াজ় মিরের। তাঁর কথায়, “আজ়াদ কাশ্মীর আদৌ ‘স্বাধীন’ নয়, বরং দশকের পর দশক ধরে বঞ্চনার ও অত্যাচারের শিকার। সম্প্রতি পিওকে-তে পাক প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ জোরদার হচ্ছে। নানা অধিকারের দাবিতে পথে নামছেন হাজার হাজার বিক্ষোভকারী। তার মধ্যেই নওয়াজ় মিরের এই মন্তব্য রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদকে আরও অস্বস্তিতে ফেলল।
পাকিস্তানের নিন্দা
}} রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানের ভণ্ডামির তীব্র সমালোচনা করল ভারত। বুধবার জেনিভায় কাউন্সিলের ৬০তম অধিবেশনের ৩৪তম সভায় ভারতীয় কূটনীতিক মহম্মদ হুসেন বলেছেন, মানবাধিকার নিয়ে পাকিস্তান জ্ঞান দেওয়া শোভা পায় না।
জীবিত ও মৃত
}} যৌতুকের চাপে এক তরুণীর মৃত্যুর জন্য তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে দু’বছর ধরে মামলা চলছিল। সম্প্রতি তাঁকে জীবিত উদ্ধার করা গিয়েছে। বছর ২০-র এই তরুণী ২০২৩ সালে উত্তরপ্রদেশের আউরাইয়ায় তাঁর শ্বশুরবাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যান।
বিদেশ ভ্রমণে ‘না’
}} অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রেখেছে বম্বে হাই কোর্ট। তাঁরা তাইল্যান্ডের ফুকেটে তিন দিনের পারিবারিক ভ্রমণের অনুমতি চেয়েছিলেন। আদালত জানায়, তাঁদের বিরুদ্ধে গুরুতর মামলা চলায় অনুমতি সম্ভব নয়।
ধৃত দুই বন্দুকবাজ
}} নয়াদিল্লির জৈতপুর-কালিন্দী কুঞ্জ রোডে গুলির লড়াইয়ের পরে রোহিত গোদারা গ্যাংয়ের দুই বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তাদের উপর কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকিকে খুন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। রাহুল এবং সাহিল নামে পরিচিত দুই অভিযুক্ত হরিয়ানার বাসিন্দা।