যুব টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংসে হারালেন বৈভবরা
  
      নিজস্ব প্রতিবেদন
  
  ২ অক্টোবর: এক দিনের সিরিজ়ের তিন ম্যাচেই অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। সেই দাপট দেখা গেল লাল বলের ক্রিকেটেও। ব্রিসবেনের ইয়ান হিলি স্টেডিয়ামে প্রথম টেস্টে এক ইনিংস ও ৫৮ রানে জিতল বৈভব সূর্যবংশীরা।
বুধবার ব্যাট হাতে যে কাজ করেছিল বৈভব, বেদান্ত ত্রিবেদীরা, সেটিই বোলার হিসেবে বৃহস্পতিবার করে দেখালেন দীপেশ দেবেন্দ্রন (৩-১৬), খিলান পটেলরা (৩-১৯)। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কার্যত আত্মসমর্পণ করলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা।
প্রথম দিনে ২৪৩ রানে অলআউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন মাত্র ৭৮ বলে শতরান করে নজির গড়ে বৈভব সূর্যবংশী। ১৪ বছরের কিশোর করে ৮৬ বলে ১১৩ রান। বেদান্ত ত্রিবেদী খেলে ১৪০ রানের ইনিংস। ভারত তোলে ৪২৮ রান। অর্থাৎ তারা এগিয়ে ছিল ১৮৫ রানে।
এ দিন শুরু থেকেই অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা সে রকম বড় জুটি গড়ে তুলতে পারেনি। নয় নম্বরে নেমে আরিয়ান শর্মা করে সর্বোচ্চ ৪৪ বলে ৪৩ রান। তাঁর প্রতিআক্রমণ নির্ভর ইনিংস কিছুটা আশার আলো দেখিয়েছিল। কিন্তু কিষন কুমারের বলে আউট হতেই ইনিংসে হার নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার। আরিয়ানের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। আরিয়ানের সঙ্গে নবম উইকেটে ৫৬ রানের জুটি গড়ে হেডেন স্কিলার (১৬)। অধিনায়ক উইল মালাজজ়ুক করে ২২ রান। মাত্র ১২৭ রানেই ইনিংসের ইতি পড়ে অস্ট্রেলিয়ার।  
ভারতের পরের ম্যাচ ৭ অক্টোবর থেকে। সেই খেলাটি হবে ম্যাকেতে।