সহ-অধিনায়ক হবেন, জাডেজা জানতেনই না
  
      নিজস্ব প্রতিবেদন
  
  ২ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সহ-অধিনায়ক নির্বাচিত হওয়ার পরে অবাক হয়ে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। কারণ তাঁকে সহ-অধিনায়ক হওয়ার কথা আগে থেকে কেউই জানাননি!
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে সহ-অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। কিন্তু পায়ের পাতায় চোট পাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে ছিটকে যান ঋষভ। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও চোটমুক্ত হতে পারেননি ঋষভ। ফলে দল নির্বাচনের সময় সহ-অধিনায়ক করা হয় জাডেজাকে। ৩৭ বছরের তারকা অলরাউন্ডারকে জাতীয় দলে এই প্রথম বার নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে।
আইসিসির দেওয়া এক ভিডিয়োতে জাডেজা বলেছেন, “আমাকে আগে থেকে কিছুই জানানো হয়নি। দল ঘোষণার সময় দেখেছিলাম আমার নামের পাশে সহ-অধিনায়ক লেখা রয়েছে। দিনের শেষে, অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সবসময় দলের কথা আগে ভাবতে হয়। ভারতের অধিনায়ক, কোচ এবং দল পরিচালন সমিতি আমাকে দায়িত্ব দিয়েছেন। যখনই দলের আমাকে কোনও কারণে প্রয়োজন হবে, হাসি মুখে আমি সেই কর্তব্য পালন করব। এই সম্মান পেয়ে অভিভূত।”
ইংল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নের ছন্দে ছিলেন ভারতের বাঁ-হাতি অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও সেই ধারাবাহিকতা রাখতে বদ্ধপরিকর জাডেজা। প্রসঙ্গত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে জাডেজার ব্যাটে এসেছিল ৫১৬ রান। তিনি শেষ করেছিলেন চতুর্থ সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে। ব্যাটিং গড় ছিল ৮৬! করেছিলেন পাঁচটি অর্ধশতরান ও একটি শতরান। পাশাপাশি সাতটি উইকেটও এসেছিল।  
সেই প্রসঙ্গে অভিজ্ঞ অলরাউন্ডার যোগ করেছেন, “ক্রিকেটার হিসেবে আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ইংল্যান্ডের মাটিতে খেলতে পারলে ক্রিকেটার হিসেবে অনেকটা সমৃদ্ধ হওয়া যায়। সেই আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ঘরের মাঠেও দেখাতে আশাবাদী। শুধু রান করাই নয়, উইকেটও নিতে হবে আমাকে। দলের প্রয়োজনে নিজের সেরাটা উজাড় করে দিতে হবে।”
          
         
        
	লক্ষ্য: দলের প্রয়োজনে উজাড় করে দিতে চান জাডেজা। ফাইল চিত্র