ইরানিতে অর্ধশতরান অভিমন্যুর
নিজস্ব প্রতিবেদন
২ অক্টোবর: ইরানি কাপে রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৪২ রানে ব্যাট করছে অবশিষ্ট ভারত দল। অর্ধশতরান করেছেন অভিমন্যু ঈশ্বরন (৫২)। প্রথম ইনিংসে বিদর্ভ তুলেছে ৩৪২। ফলে এখনও ২০০ রানে পিছিয়ে রজত পাটীদারের দল।
এ দিন ২৮০-৫ স্কোরে শুরু করে বিদর্ভ ১৭.৪ ওভারে ৬২ রান যোগ করার পরেই অলআউট হয়ে যায়। জবাবে অবশিষ্ট ভারতের ব্যাটসম্যানদের মধ্যে অভিমন্যু এবং অধিনায়ক পাটীদার (৪২ ব্যাটিং) ছাড়া বিদর্ভের বোলারদের মধ্যে কাউকেই স্বচ্ছন্দ মনে হয়নি।
চা পানের বিরতির সময় অবশিষ্ট ভারতের স্কোর ছিল ৯৪-২। শেষ সেশনে মাত্র ৪৮ রান যোগ করতে পারে পাটীদারের দল। এর পরেই খারাপ আলোর জন্য এ দিনের মতো খেলা শেষ হয়ে যায়। সবচেয়ে বড় কথা এর মধ্যে তিনটি উইকেট হারায় অবশিষ্ট ভারত দল।