কলেজের ভিতরে ধর্ষণ ছাত্রীকে
}} এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ওই কলেজেরই অপর এক পড়ুয়াকে। বেঙ্গালুরুর ঘটনা। জানা যাচ্ছে, গত ১০ অক্টোবর কলেজ চত্বরের ভিতরেই ওই পড়ুয়াকে ধর্ষণ করে অভিযুক্ত। নির্যাতিতা পরে পরিবারকে জানালে গত ১৫ অক্টোবর পুলিশের দ্বারস্থ হন তাঁরা। হনুমন্তনগর থানায় ধর্ষণের অভিযোগ জানানোর সময়ে সপ্তম সিমেস্টারের ওই ছাত্রী পুলিশকে জানিয়েছেন, তিনি বি টেক নিয়ে ওই কলেজে পড়াশোনা করছেন। তরুণীর অভিযোগ, বছর বাইশের জীবন গৌড়ের সঙ্গে তিন মাস আগে কলেজেই আলাপ হয়েছিল তাঁর। পঞ্চম সিমেস্টারের ওই পড়ুয়ার সঙ্গে মাঝেমধ্যেই তাঁর কথা হত। তরুণীর দাবি, গত ১০ অক্টোবর দুপুর দেড়টা নাগাদ ক্লাসের পরে যখন তিনি খাওয়াদাওয়া করছিলেন, তখন আচমকাই একাধিক বার তাঁকে ফোন করে জীবন। বার বার তাঁকে আটতলায় আসতে অনুরোধ করতে থাকে সে। অভিযোগ, সেখানে ওই তরুণী যেতেই তাঁর উপরে নির্যাতন চালানো শুরু করে অভিযুক্ত। ওই ছাত্রী সেখান থেকে পালানোর চেষ্টা করলে পুরুষদের শৌচাগারে নিয়ে গিয়ে, দরজা বন্ধ করে তাঁকে ধর্ষণ করে সে। এই সময়ে তরুণীর মোবাইলে এক বন্ধুর ফোন আসায় ফোনটিও তাঁর থেকে ছিনিয়ে নেয় জীবন।
লাদাখে তদন্ত
}} লাদাখের রাজধানী লে-তে হিংসার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল নরেন্দ্র মোদী সরকার। ২৪ সেপ্টেম্বর লাদাখে রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্তির দাবিতে আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। তখন পুলিশের গুলিতে নিহত হন চার জন। বিচারবিভাগীয় তদন্ত শুরু না হলে সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে রাজি ছিলেন না লাদাখের আন্দোলনকারীরা। শুক্রবারের বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ওই তদন্তের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি এস চৌহান। তাঁকে সাহায্য করবেন প্রাক্তন বিচারক মোহন সিংহ পরিহার ও আমলা তুষার আনন্দ।
ট্রাম্পের সঙ্গে কথা
}} ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে শুক্রবার বৈঠকে বসলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতেই হোয়াইট হাউসে বসেন দুই রাষ্ট্রনেতা। আলোচনার ফাঁকেই বৈঠক কক্ষে উপস্থিত সাংবাদিকদের জ়েলেনস্কি বলেন, ‘‘পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কী ভাবে প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ন্ত্রণে এনেছেন, তা দুনিয়া দেখেছে। তাই এ ক্ষেত্রেও আমি আশাবাদী।’’ এ দিনের বৈঠকে ট্রাম্পের কথায় ফের উঠেছে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি কোন কোন যুদ্ধ থামিয়েছেন, তার বিশদ ব্যাখ্যা করতে গিয়েই ভারত-পাকিস্তানের যুদ্ধের প্রসঙ্গ টানেন ট্রাম্প।
মোদীর সঙ্গে দেখা
}} দায়িত্ব নেওয়ার পরে প্রথম বার ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী অমরসূর্য। সাক্ষাতের কথা নিজের এক্স-হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। জানা গিয়েছে, দুই দেশ প্রধানের আলোচনায় উঠে এসেছে শিক্ষার বিস্তার, নারী-সুরক্ষা, পারস্পরিক সহযোগিতার পাশাপাশি দু’দেশের মৎস্যজীবীদের সুরক্ষার প্রসঙ্গও। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছিলেন অমরসূর্য।