নাবালিকার বিয়ে
পুণে, ১৭ অক্টোবর: মহারাষ্ট্রের পালঘর জেলায় ১৩ বছরের এক আদিবাসী কিশোরীকে জোর করে বিয়ে দেওয়ার পাশাপাশি, ধর্ষণের অভিযোগ উঠেছে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী-সহ পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ, নাবালিকার দাদা গত সেপ্টেম্বরে অহল্যানগরের এক ব্যক্তির সাথে তার বিয়ে দিয়েছিলেন। এর পরে ওই কিশোরীকে বার বার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে নাবালিকা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সংবাদ সংস্থা