সূচক ফের  ৮৪ হাজারে
  
  মুম্বই, ১৭ অক্টোবর: সপ্তাহের লেনদেনের শেষ দিনে ভারতীয় শেয়ার বাজারের উত্থান অব্যাহত থাকল। দিনের মাঝে একটা সময়ে সেনসেক্স ফের পার করে ফেলেছিল ৮৪ হাজারের সীমারেখা। আর লেনদেনের শেষে নিফ্টি পৌঁছল ৫২ সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে। বিশেষজ্ঞ মহলের বক্তব্য, দিওয়ালির মুরত লেনদেনের আগে এটাই ছিল বাজারের শেষ কাজের দিন। এর পরে দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক ঘটনা অপেক্ষা করে রয়েছে। সেগুলির উপরে বাজারের গতিপথ অনেকটা নির্ভর করবে।
আজ লেনদেনের শুরুতে সেনসেক্স পড়তে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায়। একটা সময় পৌঁছে যায় ৮৪,১৭২.২৪ অঙ্কে। তবে বাজার বন্ধের সময়ে থামে ৮৩,৯৫২.১৯-এ। আগের দিনের থেকে ৪৮৪.৫৩ পয়েন্ট উপরে। যা ২৭ জুনের পরে তার সর্বোচ্চ অবস্থান। গত তিন দিনে সেনসেক্স মোট ১৯২২.২১ বেড়েছে আর গোটা সপ্তাহে ১৪৫১.৩৭। নিফ্টি-ও এ দিন ১২৪.৫৫ পয়েন্ট বেড়ে দৌড় শেষ করেছে ২৫,৭০৯.৮৫ অঙ্কে। গত এক বছরের মধ্যে প্রথম বার এই উচ্চতায় পৌঁছল সূচকটি। তবে আজ সমস্ত ক্ষেত্রের সূচকের সমান ভাবে উন্নতি হয়নি। সারা দিন সূচকের গতিপথও ছিল অস্থির। বিএসই-তে বাজারে মোট শেয়ারমূল্যের নিরিখে ছোট সংস্থার শেয়ারগুলির সূচক ০.৪৯% মাথা নামিয়েছে। আর মাঝারি মাপের শেয়ারের সূচক পড়েছে ০.৪৩%।
সংবাদ সংস্থা