ছেলের সামনেই স্ত্রীর প্রণয়ীকে কুপিয়ে খুন, ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা
স্ত্রীর প্রেমিককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আর সেই ঘটনা ঘটল ওই দম্পতির ১০ বছরের ছেলের সামনে। বৃহস্পতিবার রাতে হাওড়ার শিবপুরের কাসুন্দিয়া এলাকার গণেশ মাজি লেনে খুনের এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরে এক ঘণ্টার মধ্যেই বিকাশ চৌধুরী নামে মূল অভিযুক্তকে একটি রক্ত মাখা ছুরি সমেত ঘটনাস্থল থেকে দু’কিলোমিটার দূরে ঝোপের ভিতর থেকে পাকড়াও করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হওয়া ছুরিটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিহত যুবকের নাম রবি প্রসাদ (৪০)। তিনি বিকাশের বন্ধু ছিলেন। ঘটনার পর থেকে বিকাশের স্ত্রীর খোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, জেরায় বিকাশ স্বীকার করেছে যে, তার স্ত্রীর সঙ্গে রবির বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে গোলমালের জেরেই সে ওই যুবককে খুন করেছে। যে ছুরি দিয়ে সে রবিকে কোপায়, সেটি তার স্ত্রীরই কেনা। পুলিশ শুক্রবার ধৃতকে আদালতে পেশ করলে বিচারক তাকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গণেশ মাজি লেনের সঙ্কীর্ণ গলির মধ্যে একটি বেআইনি বহুতলের ছাদে এবং একটি ফ্ল্যাটে প্রায়ই মদের আসর বসত। এলাকার বাসিন্দারা জানান, মদের আসরে আসা বহিরাগত যুবকদের নিত্যদিনের হইহুল্লোড়ে তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন তাঁরা। নেশা করে ছাদ থেকে সশব্দে রাস্তায় বোতল ফেলা থেকে অশ্লীল গালিগালাজ— কিছুই বাদ যেত না। বিকাশ ও রবিকেও ওই আসরে দেখা যেত।
বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ প্রতিবেশীরা ওই আবাসন থেকে প্রবল ঝগড়া ও চিৎকারের সঙ্গে কারও তীব্র আর্তনাদের শব্দ পান। এর পরেই তাঁরা দেখেন, তিন জন যুবক ওই আবাসন থেকে তড়িঘড়ি নেমে পালাচ্ছেন। তার পরে আরও এক যুবককে উদ্ভ্রান্তের মতো পাঁচতলা থেকে নেমে দৌড়তে দেখা যায়। এর খানিক বাদেই ওই আবাসনের বাসিন্দারা দেখেন, পাঁচতলার সিঁড়ির ধাপে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে এক যুবকের দেহ। তাঁরা শিবপুর থানায় খবর দেন। রাতেই ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। এলাকার এক বাসিন্দা টুম্পা মণ্ডল বললেন, ‘‘যে বহুতলে এই খুনের ঘটনা ঘটেছে, সেটির পাঁচতলার একটি ফ্ল্যাটে এবং ছাদে নানা ধরনের অসামাজিক কাজ চলত। আমরা আতঙ্কে থাকতাম।’’
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই ফ্ল্যাটে আসা-যাওয়ার সুবাদে রবির সঙ্গে বিকাশের স্ত্রীর ঘনিষ্ঠতা তৈরি হয়। তা এমন পর্যায়ে পৌঁছয় যে, মাস তিনেক আগে রবির সঙ্গে অন্যত্র থাকতে শুরু করেন ওই মহিলা। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে গোলমাল চরমে ওঠে। জানা গিয়েছে, ঘটনার রাতে বিকাশ স্ত্রীকে ফিরিয়ে দিতে বলায় ফোনে তার সঙ্গে রবির এক প্রস্ত ঝগড়া হয়। পরে রাত সাড়ে ৯টা নাগাদ রবি তিন জন সঙ্গীকে নিয়ে বিকাশের পাঁচতলার ফ্ল্যাটে হানা দেন।
তদন্তকারীরা জানান, ওই সময়ে ফ্ল্যাটে বিকাশ ও তার ১০ বছরের ছেলে ছাড়া কেউ ছিল না। রবি সেখানে আসতেই ছেলের সামনেই বিকাশ একটি বড় ছুরি নিয়ে প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ে রবির উপরে। রবির বুকে, পেটে এলোপাথাড়ি কোপ মারতে থাকে সে। রক্তাক্ত অবস্থায় কোনও মতে ফ্ল্যাটের বাইরে এসে সিঁড়ির সামনেই লুটিয়ে পড়েন রবি।
পুলিশ জানায়, ধৃত বিকাশকে শুক্রবার ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। ওই রাতে ঠিক কী ঘটেছিল, পুলিশকে তা অভিনয় করে দেখায় বিকাশ। পুলিশ বিকাশের ১০ বছরের ছেলের গোপন জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে।