ডেউচা-পাঁচামি নিয়ে সরব শ্রমিক সংগঠন
বীরভূমের ডেউচা-পাঁচামিতে প্রস্তাবিত কয়লা খনির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে এবং সরকারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে করে সরব হল বিভিন্ন শ্রমিক সংগঠন। সিটু, এআইটিইউসি, এডব্লিউবিএসআরইউ, টিইউসিআই, টিইউসিসি, আইএফটিইউ, এআইসিসিটিইউ, ইউটিইউসি এবং বিজ্ঞান মঞ্চ, সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক কমিটির ডাকে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এই বিষয়ে সরব হয়েছেন আসাদুল্লা গায়েন, অরুণ চট্টরাজ, শুক্লা ভুঁইমালি, সৌরভ চক্রবর্তীরা। তাঁদের অভিযোগ, উপযুক্ত ছাড়পত্র ছাড়া এই খনির পরিকল্পনা করা হয়েছে। চলতি বছরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেউচা-পাঁচামির কাজ শুরুর যে কথা বলেছিলেন, সেই প্রেক্ষিতেও সংগঠনগুলির বক্তব্য, ‘মুখ্যমন্ত্রীর ঘোষণার আগে ৮টি শ্রমিক সংগঠন ও বিজ্ঞান মঞ্চের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে সরকারই জানিয়েছিল, কাজ শুরু হয়নি। শুধু ১২ একর জমিতে ব্যালস্ট খননের পাইলট প্রজেক্টে কাজ হয়েছে।’ এই সূত্র ধরেই প্রকল্পটির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন আসাদুল্লারা। পাশাপাশি, যথাযথ ছাড়পত্র নিয়ে কাজ, আদিবাসীদের জল-জঙ্গল-জমির অধিকার ও পরিবেশ সুরক্ষিত রাখার দাবি তুলেছেন তাঁরা।
নিজস্ব সংবাদদাতা